ক্ষমা করো
এ নর্দমা বীজের জন্য
মা মাটির কত অপবাদ শুনতে হচ্ছে
এমন কি অশ্লীলিন গল্প রোজ রোজ
কানের পর্দা ফেটে যাচ্ছে;
এ নর্দমার ক্ষমা যোগ্যহীন
প্রতিনিয়ত কালো মেঘ জমে হয় বৃষ্টি
ফসলের মাঠে অগাছার মত পরিস্থিতি
তবুও মা মাটি ক্ষমা করো।
পাপকে দেখি কুয়াশা ভেদি
সূর্যস্থ রাশি রাশি,পূণ্যের আলোকময়
নিভু নিভু করে মা মাটি পৃথিবী ছাড়া
চির রক্তিম সবুজ ক্ষমা করো।
৩১ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৪ জুন ২১
-------------------------------
মা মাটির কত অপবাদ শুনতে হচ্ছে
এমন কি অশ্লীলিন গল্প রোজ রোজ
কানের পর্দা ফেটে যাচ্ছে;
এ নর্দমার ক্ষমা যোগ্যহীন
প্রতিনিয়ত কালো মেঘ জমে হয় বৃষ্টি
ফসলের মাঠে অগাছার মত পরিস্থিতি
তবুও মা মাটি ক্ষমা করো।
পাপকে দেখি কুয়াশা ভেদি
সূর্যস্থ রাশি রাশি,পূণ্যের আলোকময়
নিভু নিভু করে মা মাটি পৃথিবী ছাড়া
চির রক্তিম সবুজ ক্ষমা করো।
৩১ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৪ জুন ২১
-------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ১৫/০৬/২০২১অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৬/২০২১বেশ। কুয়াশা।
-
মোঃ বুলবুল হোসেন ১৪/০৬/২০২১চমৎকার কবিতা