আত্মহত্যা
অভিমানি রাগ, করতে পারে আত্মহত্যা;
এই সংকটময় সময়ে বড় অভাগা কপাল-
আর কত সময় অতিবাহিত হলে
চৌদ্দ কলার স্বাদ পূর্ণ হবে অথচ
অবোঝ মন প্রতিনিয়ত হাঁটছে আত্মহত্যা
এভাবে চলে যাচ্ছে-চলে গেলো তাজা প্রাণ;
তবুও থামছে না এতটুকু রাগ অভিমান
ভাবছে না আর, ফিরে আসবে না আত্মহত্যা!
রাগের পূর্বপাশে একটু ভেবে দেখো
দেখো মৃত্যুর যন্ত্রনা ভয়ঙ্কর কত-
অতঃপর ধৈর্য ধারন কর সুন্দর পৃথিবী দেখো
পেতে পার আলোর দিশারি নয় আত্মহত্যা।
৩০ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৩ জুন ২১
এই সংকটময় সময়ে বড় অভাগা কপাল-
আর কত সময় অতিবাহিত হলে
চৌদ্দ কলার স্বাদ পূর্ণ হবে অথচ
অবোঝ মন প্রতিনিয়ত হাঁটছে আত্মহত্যা
এভাবে চলে যাচ্ছে-চলে গেলো তাজা প্রাণ;
তবুও থামছে না এতটুকু রাগ অভিমান
ভাবছে না আর, ফিরে আসবে না আত্মহত্যা!
রাগের পূর্বপাশে একটু ভেবে দেখো
দেখো মৃত্যুর যন্ত্রনা ভয়ঙ্কর কত-
অতঃপর ধৈর্য ধারন কর সুন্দর পৃথিবী দেখো
পেতে পার আলোর দিশারি নয় আত্মহত্যা।
৩০ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৩ জুন ২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০৬/২০২১বেশ সুন্দর।
-
কে. পাল ১৩/০৬/২০২১Sundor lekha
-
Saikat10 ১৩/০৬/২০২১আত্নহত্যা কোনো সমাধান নয়
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১আত্মহত্যা
আপন চৈতন্যের বিকৃত স্বভাব বা দুর্বল প্রকাশ !