মতো
সাইকেলের ব্রেকের মতো
তোমার ঠোঁটের ব্রেক নাই-
অবল তাবল ঘুর্ণিপাকের মতো
যা কিছু তাই বলছো-এবার একটু
ব্রেক মার সাইকেলের মতো
আকাশের মতো রঙ বদলাছ!
ধর্মকর্ম বলে কিছুই মানছ না-
কোন ব্রেকহীন গাড়ির মতো-
একটু ব্রেক মার সাইকেলে মতো
আর কতদিন এভাবে চলবে? পাপ যত,
মায়াহীন, ছায়াহীন শুধু অনুভূতি বাতাসের মতো!
ক্লীন্তহীন তাও বুঝ না মৃত্যুর মতো
এবার একটু ব্রেকমার সাইকেলে মতো।
২৫ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৮ জুন ২১
--------------------------
তোমার ঠোঁটের ব্রেক নাই-
অবল তাবল ঘুর্ণিপাকের মতো
যা কিছু তাই বলছো-এবার একটু
ব্রেক মার সাইকেলের মতো
আকাশের মতো রঙ বদলাছ!
ধর্মকর্ম বলে কিছুই মানছ না-
কোন ব্রেকহীন গাড়ির মতো-
একটু ব্রেক মার সাইকেলে মতো
আর কতদিন এভাবে চলবে? পাপ যত,
মায়াহীন, ছায়াহীন শুধু অনুভূতি বাতাসের মতো!
ক্লীন্তহীন তাও বুঝ না মৃত্যুর মতো
এবার একটু ব্রেকমার সাইকেলে মতো।
২৫ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৮ জুন ২১
--------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৬/২০২১চমৎকার
-
মোঃ বুলবুল হোসেন ০৮/০৬/২০২১চমৎকার প্রেমের কবিতা