অজস্র চোখ
কি এমন ভাবনার জলে? রঙিন
মিশ্রিত চেয়ে থাকে দুটি চোখ-
তবুও সাদা মেঘে জেগে থাকা
প্রজাপতির কিন চিত বেদনা;
যাচ্ছে ভেসে শঙ্খচিলের উড়া বুক!
তবুও দৃষ্টির মেঘ যেনো অজস্র চোখ।
অথচ রাঙা পথে সোনালি দিনের ঠিকানা
হচ্ছে আকাশে মেঘ কালো মাটির সুখ!
তারা গুণা সন্ধ্যা রাত কতটা নির্যাস দুখ
জল মিশ্রোণ হয়ে যায় সমুদ্র- খানিটা
নীরবতার ঝড় হাওয়া অজস্র চোখ!
কতখানি বিড়ম্বন্না খোজে নেয়া মুখ।
২৩ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৬ জুন ২১
---------------------------
মিশ্রিত চেয়ে থাকে দুটি চোখ-
তবুও সাদা মেঘে জেগে থাকা
প্রজাপতির কিন চিত বেদনা;
যাচ্ছে ভেসে শঙ্খচিলের উড়া বুক!
তবুও দৃষ্টির মেঘ যেনো অজস্র চোখ।
অথচ রাঙা পথে সোনালি দিনের ঠিকানা
হচ্ছে আকাশে মেঘ কালো মাটির সুখ!
তারা গুণা সন্ধ্যা রাত কতটা নির্যাস দুখ
জল মিশ্রোণ হয়ে যায় সমুদ্র- খানিটা
নীরবতার ঝড় হাওয়া অজস্র চোখ!
কতখানি বিড়ম্বন্না খোজে নেয়া মুখ।
২৩ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৬ জুন ২১
---------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৭/০৬/২০২১চমৎকার!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৬/২০২১বিউটিফুল
-
সাঞ্জু ০৭/০৬/২০২১অভিনব অনুভুতি প্রিয় কবি। আশা রাখি আপনার কাছে আরো জ্ঞান আরোহন করে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো
-
সাঞ্জু ০৬/০৬/২০২১খুব সুন্দর লেখনি।অভিনন্দন প্রিয় কবি
-
কে. পাল ০৬/০৬/২০২১Valo
-
ফয়জুল মহী ০৬/০৬/২০২১Excellent writen
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৬/২০২১ভালো।