ছায়া
<>ছায়া<>
কান্দে কান্দে কান্দে গাছের পাতা
জানল না মন পুষির ব্যথা
ঝরে ঝরে ঝরে যমুনার জল
বুঝল না বালুচর জাগার ছল
মাটির উপর ফুটে ঘাসফুল
গন্ধে করে আকুল;
তবুও আকাশে মেঘ কুয়াশা
অঝোর বৃষ্টিতে ধরে কে ছাতা।
রাতদুপুর কষ্ট ভাসে
ভাসে নানান রঙের কায়া-
চাঁদের হাসি তার জগত ফাঁকি
ঝলছে উঠে তারা
দুহাতে করে কে দোয়া
সজলচোখে মায়া
জগতসংসার তেমনী থাকে
গাছের নাই ছায়া।
২১ ফাল্গুন ১৪২৬, ০৬ মার্চ ২১
----------------------------
কান্দে কান্দে কান্দে গাছের পাতা
জানল না মন পুষির ব্যথা
ঝরে ঝরে ঝরে যমুনার জল
বুঝল না বালুচর জাগার ছল
মাটির উপর ফুটে ঘাসফুল
গন্ধে করে আকুল;
তবুও আকাশে মেঘ কুয়াশা
অঝোর বৃষ্টিতে ধরে কে ছাতা।
রাতদুপুর কষ্ট ভাসে
ভাসে নানান রঙের কায়া-
চাঁদের হাসি তার জগত ফাঁকি
ঝলছে উঠে তারা
দুহাতে করে কে দোয়া
সজলচোখে মায়া
জগতসংসার তেমনী থাকে
গাছের নাই ছায়া।
২১ ফাল্গুন ১৪২৬, ০৬ মার্চ ২১
----------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ১৭/০৩/২০২১কান্দ
-
Md. Rayhan Kazi ০৯/০৩/২০২১অনন্য সৃজন
-
ইউসুফ জামিল ০৯/০৩/২০২১দারুণ লেখনী
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০৩/২০২১বেশ সুন্দর
-
সাখাওয়াত হোসেন ০৬/০৩/২০২১দারুণ মনোমুগ্ধকর লেখনি ভাইয়া
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৩/২০২১গাছের ছায়,
আছে মায়া। -
রায়হান ছিদ্দিক ফয়সাল ০৬/০৩/২০২১সুন্দর হয়েছে।
-
ফয়জুল মহী ০৬/০৩/২০২১অসাধারণ শব্দচয়নে চমৎকার লিখেছেন ।