পাপ
<>পাপ<>
চাঁদ ছুঁই, তারা ছুঁই- ছুঁই ফুলের পাপড়ি
মাটির উপর ঘাস কইলে পরে
যত সব আড়ি- তবুও পাপের চোখ পাপি;
সারা জীবন থেকেই গেলো লালসার শিপা
মরার আগে কাটলে না জ্বিবা-
কি ভাবে জন্মরিল পাপ-তবুও গাছ বুঝল না
ডালের পাতা থাকতেই পারে, অবোঝ মন
নিতেই পারে আগা গুড়া
সুখ শান্তির পন- তবুও পাপের পাপ বুঝল না;
চাঁদ ছুঁই, তারা ছুঁই- ছুঁই ফুলের পাপড়ি
ঘাসের মাটি কইলে পরে
যত সব আড়ি- তবুও পাপের চোখ পাপি।
১৯ ফাল্গুন ১৪২৬, ০৪ মার্চ ২১
---------------------------------
চাঁদ ছুঁই, তারা ছুঁই- ছুঁই ফুলের পাপড়ি
মাটির উপর ঘাস কইলে পরে
যত সব আড়ি- তবুও পাপের চোখ পাপি;
সারা জীবন থেকেই গেলো লালসার শিপা
মরার আগে কাটলে না জ্বিবা-
কি ভাবে জন্মরিল পাপ-তবুও গাছ বুঝল না
ডালের পাতা থাকতেই পারে, অবোঝ মন
নিতেই পারে আগা গুড়া
সুখ শান্তির পন- তবুও পাপের পাপ বুঝল না;
চাঁদ ছুঁই, তারা ছুঁই- ছুঁই ফুলের পাপড়ি
ঘাসের মাটি কইলে পরে
যত সব আড়ি- তবুও পাপের চোখ পাপি।
১৯ ফাল্গুন ১৪২৬, ০৪ মার্চ ২১
---------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৩/২০২১ভালো
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/০৩/২০২১চমৎকার
-
ফয়জুল মহী ০৪/০৩/২০২১সুন্দর কথামালা চমৎকার প্রকাশ।