আশ্চর্য
<> আশ্চর্য <>
যতই ভাবি ততই আশ্চর্য হয়ে যাই!
এ জ্ঞানের সারি বন্ধ তরুলতা কোথায়?
এখন বুঝি দেয়ালে- দেয়ালে- রঙিন করা ছবি;
দেখা যাচ্ছে কিছু ইটের দ্রোহের রীতি নীতি
আর কিছু দীর্ঘশ্বাসের হাসি-
তাতেও নাকি ইতিহাসের প্রশ্নমালা
আশ্চর্য মুখে কামরে উঠছে ঠোঁট-
অথচ সত্যটুকু জানার বোধ লাশ হচ্ছে সেকেণ্ডে- সেকেণ্ডে!
প্রজন্মের চিন্তা চেতনার গায়ে বির্তকের ইটভাটা
তৈরির প্রয়াস চলছে,
তবুও আশ্চর্যের আগুন নিভবে না;
হয় তো প্রশ্নমালার গায়ে প্রশান্তির
উত্তর আসবে না- তাহলে ইতিহাস
এভাবেই থাক কিছু আশ্চর্যের শ্বাস!
একঘেয়েমি বিশ্বাস।
১৬ ফাল্গুন ১৪২৬, ০১ মার্চ ২১
----------------------------------
যতই ভাবি ততই আশ্চর্য হয়ে যাই!
এ জ্ঞানের সারি বন্ধ তরুলতা কোথায়?
এখন বুঝি দেয়ালে- দেয়ালে- রঙিন করা ছবি;
দেখা যাচ্ছে কিছু ইটের দ্রোহের রীতি নীতি
আর কিছু দীর্ঘশ্বাসের হাসি-
তাতেও নাকি ইতিহাসের প্রশ্নমালা
আশ্চর্য মুখে কামরে উঠছে ঠোঁট-
অথচ সত্যটুকু জানার বোধ লাশ হচ্ছে সেকেণ্ডে- সেকেণ্ডে!
প্রজন্মের চিন্তা চেতনার গায়ে বির্তকের ইটভাটা
তৈরির প্রয়াস চলছে,
তবুও আশ্চর্যের আগুন নিভবে না;
হয় তো প্রশ্নমালার গায়ে প্রশান্তির
উত্তর আসবে না- তাহলে ইতিহাস
এভাবেই থাক কিছু আশ্চর্যের শ্বাস!
একঘেয়েমি বিশ্বাস।
১৬ ফাল্গুন ১৪২৬, ০১ মার্চ ২১
----------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৩/২০২১সব কিছু্ই আশ্বর্যময়!
-
ফয়জুল মহী ০১/০৩/২০২১ঝরঝরে লেখার গতি। সুখ্যাতি হোক সাহিত্যময়।
-
সাখাওয়াত হোসেন ০১/০৩/২০২১দারুণ মনোমুগ্ধকর লেখনি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/০৩/২০২১ভালো