ভালবাসা মন কুটিরে
<> ভালবাসা মন কুটিরে <>
একমুঠো ফুলের পাপড়ি হাতে দিয়ে বললাম ভালবাসি!
অথচ উপলব্ধি করতে পারল না কতটুকু ভালবাসি -
অভিনয় করছি কিংবা অনুভব করি তাও বূঝল না
এ কেমন দিবস রজনীতে ছুটে চলা;
এরি নাম ভালবাসা- রক্তে দিয়ে বাঁধা
ছিন্ন করা যায় না, অদৃশ্যে ভেসে থাকা মলিনময় কায়া
সমুদ্রের মতো ঢেউ উঠে মন কুটিরে;
ভালবাসার ফুলগুলো শুকে যায় কি না?
কিন্তু গন্ধ ঘ্রাণ নাকের চারপাশে রইয়ে যায় ;
দিবস রজনীতেই সীমাবন্ধতা নয় থেকো ভালবাসার মন কুটিরে।
২৮ মাঘ ১৪২৬, ১১ ফেব্রুয়ারি ২১
-------------------------------
একমুঠো ফুলের পাপড়ি হাতে দিয়ে বললাম ভালবাসি!
অথচ উপলব্ধি করতে পারল না কতটুকু ভালবাসি -
অভিনয় করছি কিংবা অনুভব করি তাও বূঝল না
এ কেমন দিবস রজনীতে ছুটে চলা;
এরি নাম ভালবাসা- রক্তে দিয়ে বাঁধা
ছিন্ন করা যায় না, অদৃশ্যে ভেসে থাকা মলিনময় কায়া
সমুদ্রের মতো ঢেউ উঠে মন কুটিরে;
ভালবাসার ফুলগুলো শুকে যায় কি না?
কিন্তু গন্ধ ঘ্রাণ নাকের চারপাশে রইয়ে যায় ;
দিবস রজনীতেই সীমাবন্ধতা নয় থেকো ভালবাসার মন কুটিরে।
২৮ মাঘ ১৪২৬, ১১ ফেব্রুয়ারি ২১
-------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০২/২০২১nice poem
-
বোরহানুল ইসলাম লিটন ১২/০২/২০২১সুন্দর অনুভূতির ছোঁয়া কবি দা।
-
সাখাওয়াত হোসেন ১১/০২/২০২১চমৎকার লিখেছেন ভাইয়া।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০২/২০২১Excellent!
-
ফয়জুল মহী ১১/০২/২০২১মনোমুগ্ধকর অভিব্যক্তিতে মার্জিত লেখনী