পদধূলি
<> পদধূলি <>
হাজার বছর পথ চলা কি? এভাবে শেষ হলো
পাখির কলরব জানলো না- বুঝল না মায়াময়!
অথচ পদধূলি ঘ্রাণটা এখন আকাশ মুক্ত!
ধোঁয়াটা ঘরবন্দী দক্ষিণা জালানাটাও মাটময়;
তবুও সাদা মেঘ শুধু আকাশ জুড়ে ঘনঘটা,
হৃদয়ের বাঁকে ছবিটা রঙিন যেন সোনালি মাঠ।
যে দিকে দৃষ্টি পাত সমুদ্র জল কিনারা শূন্য
প্রণয়ে ব্যথার তরী চলছে- না ফেরার দেশে
অতঃপর বিবেকের এতটুকু নারা দিলো না
যেখানে আছে পদধূলি- সেখানেই থাক।
২৩ মাঘ ১৪২৬, ০৬ ফেব্রুয়ারি ২১
--------------------------------
হাজার বছর পথ চলা কি? এভাবে শেষ হলো
পাখির কলরব জানলো না- বুঝল না মায়াময়!
অথচ পদধূলি ঘ্রাণটা এখন আকাশ মুক্ত!
ধোঁয়াটা ঘরবন্দী দক্ষিণা জালানাটাও মাটময়;
তবুও সাদা মেঘ শুধু আকাশ জুড়ে ঘনঘটা,
হৃদয়ের বাঁকে ছবিটা রঙিন যেন সোনালি মাঠ।
যে দিকে দৃষ্টি পাত সমুদ্র জল কিনারা শূন্য
প্রণয়ে ব্যথার তরী চলছে- না ফেরার দেশে
অতঃপর বিবেকের এতটুকু নারা দিলো না
যেখানে আছে পদধূলি- সেখানেই থাক।
২৩ মাঘ ১৪২৬, ০৬ ফেব্রুয়ারি ২১
--------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/১২/২০২৩দারুণ
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/১০/২০২৩সুন্দরতম!
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০২/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ০৬/০২/২০২১খুব সুন্দর অনুভূতির নিখুঁত কাব্য নির্মাণ, মুগ্ধতায় ছুঁয়ে গেলো মন।
ভালোলাগা আকাশসম।
শুভকামনা নিরন্তর প্রিয় -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০২/২০২১অসাধারণ
-
সাখাওয়াত হোসেন ০৬/০২/২০২১অসাধারণ সৃষ্টি। শুভেচ্ছা ও শুভকামনা অবিরাম।