সোনালি শীত মনে পরে
সোনালি শীত মনে পরে
আলমগীর সরকার লিটন
<><><><><><><>
নাকের ডগায় পৌষ গেলো
মাঘের দেখা পেলাম না-
মাঠ বিরল নদী চিরল ঘাটে-
হাড় কাঁপা শীত, মনে পরে-
রঙিনা এই না ঢাকা শহরে;
চিমটি খেয়ে মাঘের দেখা
বাঘ দৌড়ায় কোথায়?
বাঘের গায়ে ডোরাকাটা শাল
আমার গায়ে সোনালি দিনের ঝাল;
শীত খুঁজি রাস্তার মোড়ে
কুকুর মানুষ একেকার কাঁপে
ক্ষুধার অন্তরে! ফিরে দেখি গায়ের
পারে- শীত নাকি তেমনী আছে;
নাই শুধু আমার পদধূলি
উষ্ণ গায়ের পরশ বলি!
ঢাকার মতো ঢাকা- মাঘের
পুস্প রঙে মাখা; ফেলে আসা
খুব সোনালি শীত, মনে পরে।
০৫ মাঘ ১৪২৬, ১৯ জানুয়ারি ২১
-------------------------------
আলমগীর সরকার লিটন
<><><><><><><>
নাকের ডগায় পৌষ গেলো
মাঘের দেখা পেলাম না-
মাঠ বিরল নদী চিরল ঘাটে-
হাড় কাঁপা শীত, মনে পরে-
রঙিনা এই না ঢাকা শহরে;
চিমটি খেয়ে মাঘের দেখা
বাঘ দৌড়ায় কোথায়?
বাঘের গায়ে ডোরাকাটা শাল
আমার গায়ে সোনালি দিনের ঝাল;
শীত খুঁজি রাস্তার মোড়ে
কুকুর মানুষ একেকার কাঁপে
ক্ষুধার অন্তরে! ফিরে দেখি গায়ের
পারে- শীত নাকি তেমনী আছে;
নাই শুধু আমার পদধূলি
উষ্ণ গায়ের পরশ বলি!
ঢাকার মতো ঢাকা- মাঘের
পুস্প রঙে মাখা; ফেলে আসা
খুব সোনালি শীত, মনে পরে।
০৫ মাঘ ১৪২৬, ১৯ জানুয়ারি ২১
-------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০১/২০২১ভাল
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০১/২০২১অনেক স্মৃতি!
-
ফয়জুল মহী ১৯/০১/২০২১খুব ভালো লাগলো ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০১/২০২১ভালো।