রহস্যময়
=====================
রহস্যময় এক জীবনে দাঁড়িয়েছি!
যেখানে নাকি ঈশ্বর থেকেও নেই-
এমনকি প্রভুময়ের কোন ভয় নেই,
অস্থা নেই- বিশ্বাস নেই তবু রহস্যময়;
এভাবেই চলতে হবে রাত কিংবা দিন!
পাহাড় কিংবা নদনদী এই জোয়ার, ভাটা
কি অদ্ভুত রঙবিরল দৃষ্টিপট রঙিন থেকে রঙিন?
অথচ আসা যাওয়ার মধ্যেই রহস্যময়;
আকাশে সাদা মেঘ- লাল, নীল, সবুজ মেঘ
তারপর বৃষ্টিঝড় এমন কি বজ্রপাত!
অতঃপর পরিসমাপ্তি ঘটে আষাঢ়ের কিছু জলমৃত্যু
আহার নিদ্রা দেখ দেখি রহস্যময় সবকিছু।
০৫ চৈত্র ১৪২৬, ১৯ মার্চ ২০
---------------------------
রহস্যময় এক জীবনে দাঁড়িয়েছি!
যেখানে নাকি ঈশ্বর থেকেও নেই-
এমনকি প্রভুময়ের কোন ভয় নেই,
অস্থা নেই- বিশ্বাস নেই তবু রহস্যময়;
এভাবেই চলতে হবে রাত কিংবা দিন!
পাহাড় কিংবা নদনদী এই জোয়ার, ভাটা
কি অদ্ভুত রঙবিরল দৃষ্টিপট রঙিন থেকে রঙিন?
অথচ আসা যাওয়ার মধ্যেই রহস্যময়;
আকাশে সাদা মেঘ- লাল, নীল, সবুজ মেঘ
তারপর বৃষ্টিঝড় এমন কি বজ্রপাত!
অতঃপর পরিসমাপ্তি ঘটে আষাঢ়ের কিছু জলমৃত্যু
আহার নিদ্রা দেখ দেখি রহস্যময় সবকিছু।
০৫ চৈত্র ১৪২৬, ১৯ মার্চ ২০
---------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২০/০৩/২০২০ভাল লাগলো কবি। শুভেচ্ছা রইলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৩/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৯/০৩/২০২০আল্লাহ হেফাজত করুন
-
একনিষ্ঠ অনুগত ১৯/০৩/২০২০ভীত, আতঙ্কিত মানুষগুলো আজ কি'ইবা না করছে। জীবনের মায়া আজ মানুষকে কতটা অসহায় করে দিয়েছে। কিন্তু আজও আমরা যারা মৃত্যুকে ভয় না করে সামনে এগিয়ে গেছে তাঁদেরকে নেতা মানি, অথচ আমরা, ভীতু, কাপুরুষ।