অমরত্ব কবি
===================
একটা কবিতার পটভূমিতে
শুধু ফসলের মাঠ আর মাঠ-
একদিন মাচার ডোলভর্তি ধান
দুর্যোগ মাঝে বিলীন করেলেন
সেদিন থেকেই কবির তর্জনীর তীব্র গর্জন!
মিশে গেছে সসস্ত আকাশ বাতাস-
গন্ধবিরল মৃত্তিকার তরে- তরে;
তারপর ঘাত প্রতিঘাত উপেক্ষা করে
একদিন অন্তর স্পর্শে- কবির কবিতাকে
গভীর মমতায় আলিঙ্গন করলেন;
কবিতার চঞ্চলতা দেখে ভীষণ আনন্দ!
সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন
এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন
কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে
কবিতাকে আপন মমতায় সাজালেন;
বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে
মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।
০২ চৈত্র ১৪২৬, ১৬ মার্চ ২০
——————————-
একটা কবিতার পটভূমিতে
শুধু ফসলের মাঠ আর মাঠ-
একদিন মাচার ডোলভর্তি ধান
দুর্যোগ মাঝে বিলীন করেলেন
সেদিন থেকেই কবির তর্জনীর তীব্র গর্জন!
মিশে গেছে সসস্ত আকাশ বাতাস-
গন্ধবিরল মৃত্তিকার তরে- তরে;
তারপর ঘাত প্রতিঘাত উপেক্ষা করে
একদিন অন্তর স্পর্শে- কবির কবিতাকে
গভীর মমতায় আলিঙ্গন করলেন;
কবিতার চঞ্চলতা দেখে ভীষণ আনন্দ!
সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন
এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন
কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে
কবিতাকে আপন মমতায় সাজালেন;
বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে
মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।
০২ চৈত্র ১৪২৬, ১৬ মার্চ ২০
——————————-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৭/০৩/২০২০খুবই ভাল লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৩/২০২০beautiful post...
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৩/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৬/০৩/২০২০দারুণ লেখা