স্মৃতিময়
===================
এই ভব সংসার, জীবনের একাংশ
শুধু স্মৃতিময় আয়না আর আয়না-
তবুও কেউ ভাঙ্গা আয়নাতে মুখখানি
বার বার কিছু না কিছু দেখে; স্মৃতির
কোন অংশে সুখময় কিংবা দুঃখকর;
তাই বলে জীবন কখনো থেমে থাকিনি;
কোথাও কিঞ্চিত আলো উজ্জ্বল অথবা
আঁধারে জোনাকিদের নিভু নিভু খেলাঘর।
তোদের কাছে কোনা সঠিক- তা জানা নেই-
তবে ধৈর্য পারে- একটু সূর্যের তাপ, সবুজের
সু-গন্ধময় ছোঁয়া! তাও ভর সংসার বলে কথা,
নিত্য মুখি বর্ণে গড়নে আবার সাজ! সন্ধ্যা আসবে
কিন্তু ভোর অনিশ্চিত, আতরের ঘ্রাণ ছড়া ঘ্রাণ;
নীলাকাশে সাদা মেঘ ছুটছে- তবুও বলে উঠে
জীবনের সন্ধিক্ষণ বড় মরুময় শূন্য- অতঃপর
হালকা নয় গভীরতম জীবন খেলায় স্মৃতিময়।
২৯ ফাল্গুণ ১৪২৬, ১৫ মার্চ ২০
----------------------------
এই ভব সংসার, জীবনের একাংশ
শুধু স্মৃতিময় আয়না আর আয়না-
তবুও কেউ ভাঙ্গা আয়নাতে মুখখানি
বার বার কিছু না কিছু দেখে; স্মৃতির
কোন অংশে সুখময় কিংবা দুঃখকর;
তাই বলে জীবন কখনো থেমে থাকিনি;
কোথাও কিঞ্চিত আলো উজ্জ্বল অথবা
আঁধারে জোনাকিদের নিভু নিভু খেলাঘর।
তোদের কাছে কোনা সঠিক- তা জানা নেই-
তবে ধৈর্য পারে- একটু সূর্যের তাপ, সবুজের
সু-গন্ধময় ছোঁয়া! তাও ভর সংসার বলে কথা,
নিত্য মুখি বর্ণে গড়নে আবার সাজ! সন্ধ্যা আসবে
কিন্তু ভোর অনিশ্চিত, আতরের ঘ্রাণ ছড়া ঘ্রাণ;
নীলাকাশে সাদা মেঘ ছুটছে- তবুও বলে উঠে
জীবনের সন্ধিক্ষণ বড় মরুময় শূন্য- অতঃপর
হালকা নয় গভীরতম জীবন খেলায় স্মৃতিময়।
২৯ ফাল্গুণ ১৪২৬, ১৫ মার্চ ২০
----------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১৬/০৩/২০২০স্মৃতির মধ্যেই জীবন বেঁচে থাকে।খুব সুন্দর লাগল।
-
টি এম আমান উল্লাহ ১৫/০৩/২০২০বেশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৩/২০২০ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৩/২০২০দারুন
-
ফয়জুল মহী ১৫/০৩/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।