উত্তাল মার্চ
===========================
একুশের তীব্র মেঘের ঘনঘাটা পর
৭ মার্চের ভাষণ! তারপর ২৬ মার্চ
স্বাধীনতার ঘোষণা; যার যাহা কিছু আছে
তাই নিয়ে মুক্তিযুদ্ধে জাপিয়ে পরল;
উত্তাল রক্ত বাতাস যেনো ঘন থেকে ঘনত্ব হলো;
তখন রক্তিম লাল সবুজের আকাশ-
প্রায় নয় মাস যুদ্ধের পর হানাদারবাহিনী মুক্ত হলো,
আমরা স্বাধীন হলাম অথচ স্বাধীনতার সুফল
ভোগ করতে পারচ্ছি না,
এখনো লালেটে হায়নার দল উত্থ পেতে আছে-
বিষধর কালনাগীনির মত ছবল মারবে বলে,
অতঃপর ৭ মার্চ আবার ফিরে আসো,
২৬ মার্চ আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা কর!
আমরা নতুন করে স্বাধীনতার সুফল ভোগ করতে পারি;
ফিরে এসো- ফিরে এসো-৭ মার্চ কিংবা ২৬ মার্চ!
তুমি তো উত্তাল বাতাস স্বপ্ন দেখাবার মাঝি মাল্লার হাল!
তুমি তো সেই দিনের উত্তাল মার্চ।
১৭ ফাল্গুণ ১৪২৬, ০১ মার্চ ২০
———————————–
একুশের তীব্র মেঘের ঘনঘাটা পর
৭ মার্চের ভাষণ! তারপর ২৬ মার্চ
স্বাধীনতার ঘোষণা; যার যাহা কিছু আছে
তাই নিয়ে মুক্তিযুদ্ধে জাপিয়ে পরল;
উত্তাল রক্ত বাতাস যেনো ঘন থেকে ঘনত্ব হলো;
তখন রক্তিম লাল সবুজের আকাশ-
প্রায় নয় মাস যুদ্ধের পর হানাদারবাহিনী মুক্ত হলো,
আমরা স্বাধীন হলাম অথচ স্বাধীনতার সুফল
ভোগ করতে পারচ্ছি না,
এখনো লালেটে হায়নার দল উত্থ পেতে আছে-
বিষধর কালনাগীনির মত ছবল মারবে বলে,
অতঃপর ৭ মার্চ আবার ফিরে আসো,
২৬ মার্চ আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা কর!
আমরা নতুন করে স্বাধীনতার সুফল ভোগ করতে পারি;
ফিরে এসো- ফিরে এসো-৭ মার্চ কিংবা ২৬ মার্চ!
তুমি তো উত্তাল বাতাস স্বপ্ন দেখাবার মাঝি মাল্লার হাল!
তুমি তো সেই দিনের উত্তাল মার্চ।
১৭ ফাল্গুণ ১৪২৬, ০১ মার্চ ২০
———————————–
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০২/০৩/২০২০শিল্পসম্মত মনোভাব প্রকাশ, ভালোই ।
-
হাফেজ আহমেদ ০২/০৩/২০২০উত্তরোত্তর সফলতা কামনা করছি। টাইপিং মিস্টেকগুলো দেখে নিতে পারেন। শুভ কামনা রইলো৷
-
শাহীন রহমান (রুদ্র) ০১/০৩/২০২০খুব ভাল লাগল প্রিয় কবি।শুভেচ্ছা অনন্ত।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/০৩/২০২০ভালো
-
ফয়জুল মহী ০১/০৩/২০২০সুপাঠ্য,সুশোভন লেখা।