এ সভ্যতার মানুষ
=====================
সভ্যতা তুমি কত দূর সামনে এগুচ্ছো!
এতো শিক্ষাদীক্ষা তবুও সভ্যতা তোমার
চোখে- সেই আদিসমাজের চিত্র ক্ষণ!
তবে বিজ্ঞান কি শিখাচ্ছে কি শিক্ষাল?
শুধু বিদ্বেষ নাকি ধ্বসের রথ খেলার বলি;
ধিক্কার জানাই, কাকে দিবো এই মানবতা
না ঈশ্বর মুখি আকাশ, বাতাস, ভুমি মাটি?
আর কত অন্তক্ষরণ দেখো শুধু মৃত্যু পর্যন্ত;
আর কত আধুনিক হলে সভ্যতা বিদ্বেষী হবে না,
বলতে পার ঈশ্বর না, পশুপাখি কিংবা সবুজ
তরুলতা নাকি এ সভ্যতার মৃত্যুঞ্জয়ী মানুষ
অতঃপর তোমরা কোন ধর্মগ্রস্থের মানুষ নও।
১৬ ফাল্গুণ ১৪২৬, ২৯ ফেব্রুয়ারি ২০
---------------------------------
সভ্যতা তুমি কত দূর সামনে এগুচ্ছো!
এতো শিক্ষাদীক্ষা তবুও সভ্যতা তোমার
চোখে- সেই আদিসমাজের চিত্র ক্ষণ!
তবে বিজ্ঞান কি শিখাচ্ছে কি শিক্ষাল?
শুধু বিদ্বেষ নাকি ধ্বসের রথ খেলার বলি;
ধিক্কার জানাই, কাকে দিবো এই মানবতা
না ঈশ্বর মুখি আকাশ, বাতাস, ভুমি মাটি?
আর কত অন্তক্ষরণ দেখো শুধু মৃত্যু পর্যন্ত;
আর কত আধুনিক হলে সভ্যতা বিদ্বেষী হবে না,
বলতে পার ঈশ্বর না, পশুপাখি কিংবা সবুজ
তরুলতা নাকি এ সভ্যতার মৃত্যুঞ্জয়ী মানুষ
অতঃপর তোমরা কোন ধর্মগ্রস্থের মানুষ নও।
১৬ ফাল্গুণ ১৪২৬, ২৯ ফেব্রুয়ারি ২০
---------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৯/০২/২০২০খুবই ভাল লাগলো কবি।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৯/০২/২০২০বাহ ভালো
-
ফয়জুল মহী ২৯/০২/২০২০Excellent
-
অন্তরা রায়ত ২৯/০২/২০২০দারুন লিখেছেন..