প্রকৃতি প্রেম আর কবির ফ্রেম
==================
প্রকৃতি প্রেম আর কবির ফ্রেম
অন্য ঘরে স্বার্থপতার মনোছবি-
কবিতারা এখন দিশাহারা বর্ণঘুড়ি
বাক্য শুধু অশ্লীলিন পূর্ণ প্রভাতি;
চুরি- চুরি- তবুও প্রকৃতি গড়ি
এই সাম পানের হাঁটে- কিংবা
নীল জোছনার ছোঁয়া ঘাটে!
প্রকৃতি প্রেম আর কবির ফ্রেম।
দক্ষিণা জানালা- মুক্ত আকাশ বিছানা
দুর্বা ঘাসের মেলা- ফড়িং কিংবা
রঙিন প্রজাপতির খেলা! তবুও
ভেসে যায় প্রকৃতি কবির ভেলা;
পৃণিমা রাত- নিভু নিভু জোনাকির সাজ
দৃষ্টিগোচর হবে না রঙধনু বিকাল
তবুও নিজের কাছে রঙিন চাল-
প্রকৃতি প্রেম আর কবির ফ্রেম।
০৭ ফাল্গুণ ১৪২৬, ২০ ফেব্রুয়ারি ২০
---------------------------------
প্রকৃতি প্রেম আর কবির ফ্রেম
অন্য ঘরে স্বার্থপতার মনোছবি-
কবিতারা এখন দিশাহারা বর্ণঘুড়ি
বাক্য শুধু অশ্লীলিন পূর্ণ প্রভাতি;
চুরি- চুরি- তবুও প্রকৃতি গড়ি
এই সাম পানের হাঁটে- কিংবা
নীল জোছনার ছোঁয়া ঘাটে!
প্রকৃতি প্রেম আর কবির ফ্রেম।
দক্ষিণা জানালা- মুক্ত আকাশ বিছানা
দুর্বা ঘাসের মেলা- ফড়িং কিংবা
রঙিন প্রজাপতির খেলা! তবুও
ভেসে যায় প্রকৃতি কবির ভেলা;
পৃণিমা রাত- নিভু নিভু জোনাকির সাজ
দৃষ্টিগোচর হবে না রঙধনু বিকাল
তবুও নিজের কাছে রঙিন চাল-
প্রকৃতি প্রেম আর কবির ফ্রেম।
০৭ ফাল্গুণ ১৪২৬, ২০ ফেব্রুয়ারি ২০
---------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ২০/০২/২০২০দারুণ! ভীষণ ভালোলাগা ।শুভেচ্ছা রইলো কবি বন্ধু ।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০২/২০২০বাঃ
-
ফয়জুল মহী ২০/০২/২০২০চমৎকার
ভালো লাগলো -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০২/২০২০অসাধারন
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/০২/২০২০প্রকৃতিকে দারুণ রুপায়ণ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২০/০২/২০২০ভালো