www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রাবণ ঝরে একলা

================
আশ্বিন চোখে- সূর্যের হাসি
চৈত্রের খড়ায়, চাঁদের খুশি-
মাটির মায়ায় আনন্দে মাতি
আমার সুখ যেন আঁধার কুচি;

তবুও ধন্য হলাম-পূর্ণ পেলাম
এ ঘাস বুকে পূর্ণিমার মেলা-
জেগে থাক আঁধার খেলা!
তাও জোছনা বাতি- থাক না-
জ্ঞানহীনতার এতটুকু চাটি;

ফাল্গুণ মনে আগুন দেখি-
জ্বলছে নিদারুণ এ কি বিধি?
শ্রাবণ ঝরে একলা বৈশাখি!
আষাঢ়রে ছবি আঁকি কেমন করে
মাটির ঘ্রাণে লম্বা সারি বাঁধি।

০৪ ফাল্গুণ ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২০
---------------------------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার।
  • চমৎকার ।
  • প্রকৃতির কবিতা।
  • মনমুগ্ধকর উপস্থাপনা।
  • ফয়জুল মহী ১৯/০২/২০২০
    অসাধারণ লেখা।
 
Quantcast