খাঁটি মধু
======================
মধু খেতে লাগে না আর মৌমাছি
সরিষা গায়ে চিনি মিশে মধু রে ভাই মধু;
মৌমাছিরা এখন ভয়! পায় না কোন
প্রেমময় বাগান; তবুও ওরা বলে খাঁটি
খাঁটি করে পাগল রে ভাই এত ভাই মধু।
মৌমাছির সঙ্গহীন ডানা নেই উড়িবার
বনজঙ্গলে দুই একটি বসবাস তাও আবার
নুনে জলে পাখি খায় তো রে ভাই মধু-
পাড়ায়- পাড়ায় হৈ হুল্লোর খাঁটি মধু চাই
সবই এখন সাদৃশ্য ভাইরাস,উড়ে নাকের ডগায়
গলা ফেটে তবুও ওরা কয় খাঁটি রে ভাই মধু।
২৭ মাঘ ১৪২৬, ১০ ফেব্রুয়ারি ২০
----------------------------------
মধু খেতে লাগে না আর মৌমাছি
সরিষা গায়ে চিনি মিশে মধু রে ভাই মধু;
মৌমাছিরা এখন ভয়! পায় না কোন
প্রেমময় বাগান; তবুও ওরা বলে খাঁটি
খাঁটি করে পাগল রে ভাই এত ভাই মধু।
মৌমাছির সঙ্গহীন ডানা নেই উড়িবার
বনজঙ্গলে দুই একটি বসবাস তাও আবার
নুনে জলে পাখি খায় তো রে ভাই মধু-
পাড়ায়- পাড়ায় হৈ হুল্লোর খাঁটি মধু চাই
সবই এখন সাদৃশ্য ভাইরাস,উড়ে নাকের ডগায়
গলা ফেটে তবুও ওরা কয় খাঁটি রে ভাই মধু।
২৭ মাঘ ১৪২৬, ১০ ফেব্রুয়ারি ২০
----------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০১/২০২৪অজেয়
-
সাইয়িদ রফিকুল হক ১১/০২/২০২০বেশ তো!
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১১/০২/২০২০ভালোই ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০২/২০২০চমৎকার
-
অভিমানী ছেলে ১১/০২/২০২০supper
-
ফয়জুল মহী ১১/০২/২০২০মুগ্ধকর উপস্থাপন,