www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তেল চাষী

=====================
এখন ফসলের ভরা মাঠ-বড়ই অদ্ভুত
কিছু তেল চাষী দেখা যাচ্ছে নিত্য!
তারা অমৃত চাষ করতে চায়, কিছু
সৃষ্টিশীল চারা গাছকে ওপরে ফেলে;
এখন ভীষণ ব্যস্ত সময়-কিন্ত বুঝে না
ন্যায়নীতি বড়ই ভার উপেক্ষা সরধ্বনি!

অথচ ঘড়ির কাটাও দেখছে না তেল চাষী-
কোন দিকে ঘুরছে, বলতে পার? তবুও কিছু
পাপ অঙ্কুর করল, সৃষ্টিশীল ধ্বংসে তাই না,
তেল চাষী; দেখো একটা বার বাস্তবতার উর্দ্ধে;
একদিন নিঃশেষ হবে চক চকে বোতল!
ছিঃ ছিঃ বলে উঠল- মেঘের বৃষ্টি দল।


২৬ মাঘ ১৪২৬, ০৯ ফেব্রুয়ারি ২০
-------------------------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast