বিজয়ের কণ্ঠ বল
অ- নৈঃশব্দ আর রক্ত জল
কে দেখায় বিজয়ের কণ্ঠ বল ?
গর্বিত সুখে বিদ্বেষী অনল ;
লজ্জার মুখে জনতার ঢল ।
বিজয় আমার চিৎকার কর
অনুরাগ অভিমানী দুখ ধর !
বেজে তুলে শুধু নিগ্রহ সর-
বিজয় তালে খুনরত মৃত ঘর ।
বিজয় হোক লক্ষশহিদের স্বপ্ন
লাল সবুজ গেঁয়ে থাকুক মগ্ন-
রক্তজলের শেষ হোক দৈন্য !
কবিতার চয়ণ গায়ে আসুক পূর্ণ ।
১৫/১২/১৬
======
কে দেখায় বিজয়ের কণ্ঠ বল ?
গর্বিত সুখে বিদ্বেষী অনল ;
লজ্জার মুখে জনতার ঢল ।
বিজয় আমার চিৎকার কর
অনুরাগ অভিমানী দুখ ধর !
বেজে তুলে শুধু নিগ্রহ সর-
বিজয় তালে খুনরত মৃত ঘর ।
বিজয় হোক লক্ষশহিদের স্বপ্ন
লাল সবুজ গেঁয়ে থাকুক মগ্ন-
রক্তজলের শেষ হোক দৈন্য !
কবিতার চয়ণ গায়ে আসুক পূর্ণ ।
১৫/১২/১৬
======
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১১/২০২৩দারুণ
-
মোঃ জুলফিকার আলী ১৭/১২/২০১৬ভালো লাগলো। আরো লিখুন। ধন্যবাদ।
-
দ্বীপ সরকার ১৭/১২/২০১৬ভালো লাগলো।
-
পরশ ১৭/১২/২০১৬অসাধারন