ব্যথার অবধী
দু’চোখ একটুখানী স্বপ্ন দেখে বলে
রক্ত ক্ষরণ ঝর্ণার সৃষ্টি -
বুক পাজরে প্রণয়ের বাসর ঘর !
চাপা ব্যথার লাগে মিষ্টি ।
দেখবো না আর স্বপ্ন ছায়া
ভাবো, চোখের হয়েছে সমাধি !
নীলব্যথা ওখানেই অবধী-
করো না বুক পাজরে নাথ নদী ।
০৮/১২/১৬
======
রক্ত ক্ষরণ ঝর্ণার সৃষ্টি -
বুক পাজরে প্রণয়ের বাসর ঘর !
চাপা ব্যথার লাগে মিষ্টি ।
দেখবো না আর স্বপ্ন ছায়া
ভাবো, চোখের হয়েছে সমাধি !
নীলব্যথা ওখানেই অবধী-
করো না বুক পাজরে নাথ নদী ।
০৮/১২/১৬
======
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০১/২০২৪অনবদ্য
-
সোলাইমান ১১/১২/২০১৬সুন্দর হয়েছে