জোনাকির অনল
তোর মনে যখন বিষন্ন আসবে
সন্ধ্যা আঁধার ঘণ চারিধার রবে;
ভাবিস না ওরে তুই ভরিয়ে দিবো
ভাসিয়ে দিব সমাহীণ ভালোবাসা;
করো যদি আকাশ ছুঁয়া নিরাশা
দেখবি তখন,ভয়ঙ্কর অমাবস্যার লগ্ন
নীহারিকা ঝরবে শুধু কোটি কোটি;
প্রেমের অনলে জ্বালে পুড়ে মরবি রে
মিটিমিটি আলোতে দেখবে রে জোনাকি;
পদচারণ পথে পলাশ শিমুল ঝরে পাঁপড়ি।
লেখার তারিখঃ ১২/০২/১৪
সন্ধ্যা আঁধার ঘণ চারিধার রবে;
ভাবিস না ওরে তুই ভরিয়ে দিবো
ভাসিয়ে দিব সমাহীণ ভালোবাসা;
করো যদি আকাশ ছুঁয়া নিরাশা
দেখবি তখন,ভয়ঙ্কর অমাবস্যার লগ্ন
নীহারিকা ঝরবে শুধু কোটি কোটি;
প্রেমের অনলে জ্বালে পুড়ে মরবি রে
মিটিমিটি আলোতে দেখবে রে জোনাকি;
পদচারণ পথে পলাশ শিমুল ঝরে পাঁপড়ি।
লেখার তারিখঃ ১২/০২/১৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৬/২০২৪দারুণ
-
ভোরের শিশির ২২/০২/২০১৪ভালো লাগল।