www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নতুন ঘাস ফুল

ঐ বর্ষ শুধু চাঁদ তারাহীন ঘুটঘুটে রাতছিল!
রাতটা চেয়ে থাকতো নতুন গাঢ় টুকটকে
সূর্য দেখা দেখি আলোকময় রাশি;

কড়া ঘসা এ ব্যাজিমের খরা তাপে তাপে
চির শীতল গ্লানি;দল বাঁধা জোনাক জ্বালা
ঝির ঝির মধ্যমনি হাহাকার নিশি;

আবার পাবে নব্য স্বাদ,নব্য গন্ধ,একটি বিজয়।
ঐখানে হবে পরাজয়;বিষন্ন বিকাল গোধূলিতে একা
স্মৃতির স্মরণে শূণ্য উঠান রবে ফাঁকা;

অফসোস ভরা মলিন দু’টি চোখ আর মৃদূ মায়া
গতকাল বা আদ্যবদি নতুন সৃষ্টি নতুন উদ্যম
ফিরে আসুক চাদঁতারা হয়ে বা ঘাস ফুল।


লেখার তারিখঃ ০১/০১/১৪
========্্্্্=====
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মন ছুঁয়ে গেল
 
Quantcast