আলমগীর সরকার লিটন
আলমগীর সরকার লিটন-এর ব্লগ
-
মা বলার ডাক এখন চাঁদ
তারাদের মাঝে হাসে;
উঠানের ঝিঝিপোকার শব্দ
শ্রাবণের নোনা চোখ! [বিস্তারিত] -
মনের যত দৌড়
আকাশ সীমা-
রঙ ছুঁয়ে যায়
মাটির কায়া; [বিস্তারিত] -
মা গো তোমার কবরের মাটি
এখন আমার বুকের মাঝে-
নিঃশ্বাসের আগে গন্ধ পাই যত!
আগে কোন দৃশ্যময় ছিল না মা- [বিস্তারিত] -
শুধু শুধু মরা বৃক্ষের কথা
একটা মাছের পোনাও
মনে রাখে না; কি বাস্তব?
ছায়া, মায়া, এক চাল মমতা [বিস্তারিত] -
তোমাকে কখনো আশার
আকাশে চাঁদ হতে দেখিনি;
ভেসে গেছে অমাবস্যার মেঘ!
হাতের মধ্যে-চোখের কোণে [বিস্তারিত] -
কঠিন আর সহজ
কখন যে একাকার হয়ে বসে
মনে ভাবা মুশকিল;
নিয়ম আর অনিয়ম চমৎকার [বিস্তারিত] -
এক কথার উজানের গন্ধ
চিনি না-জানি না, ভুলে গেছি;
এমন কি মেঠোপথের ধূলো বালি!
নাকের দীর্ঘ বাতাস সব সময় বয় না [বিস্তারিত] -
কর্ম কৃতি আর নীতি
সবই চায় দাদাগিরি!
মুখের জলপাই হাসি-
আর রোগবালায় কাশি; [বিস্তারিত] -
জীবন ধারায় উন্নতি আর অবনতি
এক সুতোয় গাঁথা মালার ফুল;
মৌমাছি আর ধান কাটার কাচি
একের অপরের সহায়ক মাটি! [বিস্তারিত] -
জীবনের অসত্য গুলো
দেহের লোমের সাথে খেলে;
পাশের বাড়ির চাঁদটা হেঁটে যায়
ঝিলমিলি আলোয়- আলোয় [বিস্তারিত] -
এই বৃষ্টি শীতল আকাশ মাটি
দেহের অঙ্গীনায় ভেজা মাথা;
হাসির ঠোঁটে উজ্জ্বল করা মুখ!
উঠানে সন্ধ্যা সোনালি তারা [বিস্তারিত] -
প্রাণটা এখন হাইফাই
ঘূর্ণি ঝড়ে বাড়িতে যাই;
শুনছি মোখা আসছে পিছু
পিছু- চোখ কানা মনভিরু! [বিস্তারিত] -
আর কত নিয়ম দেখবো
অলি গলিতে, জীবন এখন রসতল-
ভাবে না, মেঘ বৃষ্টি ঝড়; শুধু
শুধু কার্তিক মাসে কুকুর কাঁদে- [বিস্তারিত] -
আমার মৃত্যু আর নিঠুর
এক পাল্লায় দাঁড় করানো যায়
নিঠুরের হিয়া তলা নেই
জগত সংসারে মৃত্যুও তাই; [বিস্তারিত] -
আলোর মাঝে ১০০% সুষ্ঠু আলো নেই
কিছু আলো আছে শুধু গাও ঘামায় আর
শীতে উষ্ণতা খুঁজি ফিরে-এই তো সব আলো;
অন্ধকারও ১০০% অন্ধকার নেই কারণ [বিস্তারিত]