আলমগীর সরকার লিটন
আলমগীর সরকার লিটন-এর ব্লগ
-
বাঁশের বাঁশি- ঠোঁটের আড়ি
কে বাজায় প্রেমযমুনার উজান ভাাটি;
ছলোত ছলোত জল ভেসে যায়-
আমার মন কায়া এক নদী! [বিস্তারিত] -
আকাশের সাদা মেঘগুলো
জানিয়ে দিচ্ছে- মা আসছে!
বাতাসের উৎসব রাস্তায় রাস্তায়
মুখরিত কোকিল কণ্ঠি স্লোগান- [বিস্তারিত] -
আমি চাঁদ দেখি রোজ রোজ
অথচ চাঁদকে ছুঁইতে পারি না-
ছায়া হেঁটে যায় কষ্ট বাসর
তবু চাঁদের কায়া ভারি লাগে না [বিস্তারিত] -
সোনালি রাত শেষ হয়ে যাচ্ছে ২০২৪
এই তো শুরু হচ্ছে রঙে রঙে ২০২৫!
ও ভাই দুঃখ কষ্ট কি আর ফানুস-
এসো এসো উড়াই হিংসা বিদ্বেষ [বিস্তারিত] -
পৌনে দুই যুগ ফুরিয়ে গেলো
যাচ্ছে সুন্দর- তবু গোলাপের ঘ্রাণ-
উঠান বরাবর ছড়িয়ে গেলো না;
অন্তহাসি চাঁদের মধ্যে ডুবে গেলো [বিস্তারিত] -
আজ আমার বাবা হারানোরদিন
বাবা বলে ডাকি না ৩৬৫দিন;
এভাবেই যাবে যুগের উপর যুগ
একদিন আমিও হবো ওদের মুখে [বিস্তারিত] -
শুন কোন দিকে যাই-
শুধু আঁধার দেখে চোখ;
সরিষা ফুলের বাহারে
মাঠ আর হলুদে হয় না! [বিস্তারিত] -
বড় ছেলের জন্ম দিন
আনন্দে সব পিন পিন;
মৌ মাছিরা মধু জমাই
সরিষা ফুলের বাগান, [বিস্তারিত] -
বলো সবাই আমি কমল হতে চাই
এই রক্ত ঘ্রাণে বইছে বাতাস
শুন শুন আমাকে কমল নামে ডাক!
যে নামের সুধা পান করেছে [বিস্তারিত] -
ঘুমিয়ে যাওয়া রক্তাগুলো হেঁটে যায়
বালুচর কিংবা আইল পাথারের মাঠ;
দোয়েলের শীষ দেওয়া গান ধানের
শীষে দোল দিয়ে যায় শুধু বার মাস [বিস্তারিত] -
সময়টা এখন কুত্তার লেজে ভুক ভুক
ভালবাসার চাওনি মহাসমুদ্রের জল
ঢেউ যেনো বুকের মাঝ খানে ক্রিকেট
খেলার মাঠ; তবু গরু ছাগলগুলো কি [বিস্তারিত] -
স্বার্থপরতা হলো গ্যাস ট্রান্সেফার
কিংবা বিদ্যুতের খুটি বরাবর তার;
পেট ভরে মাংস না থাকলো কিন্তু
মনের চারপাশ হিংসা, বিদ্বেষ ভরপুর চাঁদ, [বিস্তারিত] -
প্রেমের গাছে গাছে এখন রঙিন সুবাস-
ছুঁয়ে নেয় মন বাতাস,উড়ে যাই শূন্য আকাশ!
শত তারায় তারায় খুঁজে কেউ?
দক্ষিণ হাওয়া, ঝলসে গেলো কিছু [বিস্তারিত] -
আকাশ মাটির দূরত্বটা বুঝো-
বুঝো না- বুঝো না-
কষ্ট পাখির শূন্য উড়া ব্যথা;
মেঘ বৃষ্টির জল কাঁদা দেখো [বিস্তারিত] -
তীব্র জলের উপর সন্ধ্যা তারা
কাশফুলের ঝলক ছায়া যেনো
বিড়ালের ডাকা ফুর ফুরা!
হৃদয়ের ভাজে শরৎ ডাকে [বিস্তারিত]