বেজে যাবে।
ছেলে-তোমায় আমি ভালোবাসি ?
মেয়ে-এরকম ভালো অনেকেই আমায় বাসে !
ছেলে-আমি তোমায় আমার জীবন সঙ্গিনী করে পেতে চাই ?
মেয়ে-এক রাতের জন্য আমায় অনেকেই চেয়েছে !
ছেলে- আমায় তুমি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো।
মেয়ে-এমন তোমায় অনেকেই বিশ্বাস করেছিলো !
ছেলে-তুমি কিন্তু আমার চরিত্রে কালি লেপে দিচ্ছ ।
মেয়ে-কালি! একটু হেসেঃ চরিত্র বলে কিছু কি আছে তোমার ।
ছেলে- বোকা কোথাকার, আমি তোমায় একটু বাজিয়ে দেখলাম।
মেয়ে-আর বাজাতে এসনা, পরে নিজেই বেজে যাবে।
মেয়ে-এরকম ভালো অনেকেই আমায় বাসে !
ছেলে-আমি তোমায় আমার জীবন সঙ্গিনী করে পেতে চাই ?
মেয়ে-এক রাতের জন্য আমায় অনেকেই চেয়েছে !
ছেলে- আমায় তুমি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো।
মেয়ে-এমন তোমায় অনেকেই বিশ্বাস করেছিলো !
ছেলে-তুমি কিন্তু আমার চরিত্রে কালি লেপে দিচ্ছ ।
মেয়ে-কালি! একটু হেসেঃ চরিত্র বলে কিছু কি আছে তোমার ।
ছেলে- বোকা কোথাকার, আমি তোমায় একটু বাজিয়ে দেখলাম।
মেয়ে-আর বাজাতে এসনা, পরে নিজেই বেজে যাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৫/১২/২০১৪
-
সায়েম খান ২৪/১২/২০১৪মেয়েদের সরলতার সুযোগ নিয়েই পুরুষ অপকর্ম করার সুযোগ পায় তাই নারীদের কে সচেতন হতে হবে।
-
নাবিক ২৩/১২/২০১৪বাহ! দারুন।
-
অ ২২/১২/২০১৪কবিতা নাকি ভাইয়া?
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১২/২০১৪কাজেই - সাধু সাবধান।
ভাল হইছে, লিখে যান।
কবিকে জানাই অভিনন্দন।
শুভেচ্ছা জানবেন।