হৃদয়ের সৃতি পটে ।
আমি আমার মতো করেই জীবনকে সাজিয়ে নিবো,
যেখানে আমার কেউকে লাগবেনা।
আমি শুধু আমার আমিতে হারিয়ে যাব,
তখন আমায় খুঁজবে কিন্তু ততক্ষণে সময় অনেক গড়িয়েছে।
এখনকার এই আবেগ এই অনুভূতি
অকারনে পাগলামি সবই তোমার কাছে মূল্যবান মনে হবে।
তোমার চারপাশের মানুষের ভীতর শুধু আমায় খুঁজে ফিরবে,
তোমার সব কিছুতেই আমার গন্ধ খুঁজে পাবে।
কেবল সৃতি হয়ে বেঁচে থাকবো আমি পৃথিবীর বুকে,
তোমার হৃদয়ের স্মৃতি পটে ।
যেখানে আমার কেউকে লাগবেনা।
আমি শুধু আমার আমিতে হারিয়ে যাব,
তখন আমায় খুঁজবে কিন্তু ততক্ষণে সময় অনেক গড়িয়েছে।
এখনকার এই আবেগ এই অনুভূতি
অকারনে পাগলামি সবই তোমার কাছে মূল্যবান মনে হবে।
তোমার চারপাশের মানুষের ভীতর শুধু আমায় খুঁজে ফিরবে,
তোমার সব কিছুতেই আমার গন্ধ খুঁজে পাবে।
কেবল সৃতি হয়ে বেঁচে থাকবো আমি পৃথিবীর বুকে,
তোমার হৃদয়ের স্মৃতি পটে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আর. কে. (র্নিবাক আমি) ১০/০১/২০১৫চমৎকার
-
সায়েম খান ০৪/০১/২০১৫ভালই লিখেছেন।
-
মোঃ আবদুল করিম ২৮/১২/২০১৪ভাল লাগলো এগিয়ে যাও
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/১২/২০১৪কেওকে> কাউকে
সৃতি> স্মৃতি
ভীতর> ভিতর
কবিতাটি সাবলীল অনুযোগের আবেগ জড়ানো। ভালোলাগা রইলো। -
Pp ২৮/১২/২০১৪চমৎকার বসস...
এগিয়ে জান -
শিমুদা ২৮/১২/২০১৪ভাল লেগেছে-
কেওকে> কাউকে লিখলে কেমন হয়
সৃতি> স্মৃতি