তুমি এসেছ ।
তুমি এসেছ এই আনন্দে চোখে জল এসে দূরে স্ব গর্বে
দাড়িয়ে থাকা গাছ গুলোকে ঝাপসা করে দিচ্ছে,
মনে হচ্ছে নোনাজল সত্যিই অসাধারণ ।
এতো কাছে থেকেও তোমায় ছুঁতে
না পারার ব্যথায় আমাকে তোমার আগমন
থেকে প্রস্থান পর্যন্ত ব্যথিত করে তুলবে।
তবুও তোমার এই আগমনে আমি আত্মহারা,
তুমি যে পথ দিয়ে হেঁটেছ সে পথেই যেন
কম্পিত হয় স্বপ্নের এই কবিতা খানি ।
দাড়িয়ে থাকা গাছ গুলোকে ঝাপসা করে দিচ্ছে,
মনে হচ্ছে নোনাজল সত্যিই অসাধারণ ।
এতো কাছে থেকেও তোমায় ছুঁতে
না পারার ব্যথায় আমাকে তোমার আগমন
থেকে প্রস্থান পর্যন্ত ব্যথিত করে তুলবে।
তবুও তোমার এই আগমনে আমি আত্মহারা,
তুমি যে পথ দিয়ে হেঁটেছ সে পথেই যেন
কম্পিত হয় স্বপ্নের এই কবিতা খানি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ২৪/১২/২০১৪ভাল লাগলো, ধন্যবাদ।
-
নাজমুল আহসান ২৪/১২/২০১৪নোনাজলতো নোনাজল নয় সেতো অন্য কিছু।ধন্যবাদ
-
আরাফাত রহমান ২৪/১২/২০১৪ভাল লাগল - ধন্যবাদ
-
স্বপ্নীল মিহান ২৩/১২/২০১৪আরেকটু বিশ্লেষণ করা হলে হয়তো ভাল হতো। শুভ কামনা রইল।
-
অ ২২/১২/২০১৪ভাল ।
-
অনিরুদ্ধ বুলবুল ২২/১২/২০১৪সুন্দর শব্দচয়ন ও শৈল্পিক বিন্যাসে কবিতা হয়েছে।
ভাল লাগল কবি। শুভেচ্ছা নিন।
বানান: নোনাজল/ব্যথায়/ব্যথিত.......