www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনাগত অনুভূতি

লেখা খুব সহজ হতো যদি চাইলে লিখতে বসা যেত।কারন ভাবতে পারে নাহ এমন রোবট সম্প্রদায়ের মানুষ দেখতে পাওয়া দুস্কর।যদি পাওয়া যায় তাহলে তার চিন্তা খুবই সুক্ষ।যা আমরা অতি সাধারন মানুষ খেয়াল করতে পারি নাহ।মানুষ এর মস্তিষ্ক অন্যমনস্ক ভাবে যে চিন্তার জাল বুনে অথবা হাজারো ছন্দহীন শব্দর আনাগোনায় যে কল্পনার পাখা মেলতে থাকে চেনা এই বাস্তব জীবনে।তা কলম কাগজে টুকে রাখা সম্ভব হলে বর্তমান নাহ হলেও পরবর্তী সময় কেউ পড়ে নিজের সাথে মেলাতে পারতো।সেই ছন্দহীন শব্দ পরক্ষনেই হাওয়া।এইরকম মিলিয়ে যাওয়া ছন্দহীন হাজারো শব্দর জন্য লিখতে পারা যায় নাহ।ঔ যে বিশুদ্ধ কোমলপ্রাণ ঝংকার আসে এমন দুটি লাইন।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৩৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast