অস্তিত্ব
জীবন এর কিছু সময় যা সব সময় থেমে থাকে।সেই সাথে জড়িয়ে থাকে চেনা সেই মানুষ । আবেগ শুন্য,যোগাযোগ বিচ্চিন্ন।তবু জীবনে কোন মুহুর্তে সেই আবেগ শুন্য স্থান পরিপূর্ণ হয় আবারো ভালবাসায়।তীব্র ইচ্চা জাগে সামান্যই গল্প করার।হয়তো তার ও করে।কিন্তু সব জল্পনা কল্পনা শেষে বাস্তব এ ফিরে তা সম্বভ হয়ে উঠে নাহ।এখন তো তা আর ভালবাসা নেই।। তা শুধু ঔ সময় এর ছাপ। যা আমর অবচেতন মন মস্তিষ্কের অজান্তেই মাঝে মাঝে হাত বোলায়।অস্তিত্ব তার কবেই বিলিন। কিন্তু সেই থমকে দাঁড়ানো সময় সামনে এগিয়ে যাক।হোক না অন্য ভাবে।কাছে নাই বা থাকলাম।তার অন্ধকারে অন্দরমহলে থাকার চেয়ে তা ভালো। দূর থেকে তার অস্তিত্ব দেখে রইলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/০১/২০২০Excellent