শহর
ইট পাথর এ গড়া আমাদের এই শহর। মস্ত বড়ো বড়ো দালানে এত লাল নীল বাতি জ্বালিয়ে নিশ্চিহ্ন করে ফেলি শহর এর সব অন্ধকার আমরা।অনের লোক এর সমাগম হচ্চে প্রতিনিয়ত।সবাই নতুন কোন সপ্ন নিয়ে আসছে। হয়তোবা বাচাঁর তাগিদে। এই শহর কাউকে সব দিয়েছে আবার কারো থেকে তার সব কেড়ে নিয়েছে। তবু সবার মনে এই শহর এর প্রতি ভালোবাসা গড়ে উঠে।কেউ তা জানে। আবার কারো অজান্তেই।শহর এর প্রতি টি কোনে রয়েছে ভালোবাসা।দিন শেষে রাত্রি তে প্রতি টি মানুষ আবার নতুন সপ্ন দেখে। ভাবে আরো সুন্দর করে বাঁচার কথা।কারন এই শহর সবসময় আমাদের কানে কিছু দৈব বানী শোনায়। নতুন ভোর শুরু হয় নতুন উদ্দমে নতুন আশায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুনিল শুভ্র ৩০/১২/২০১৯ধন্যবাদ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১০/২০১৯নাইস
-
সেলিম রেজা সাগর ০৮/১০/২০১৯দারুণ