শিশির
ঘাসের গায়ে লেপ্টে থাকা স্নিগ্-কোমল
জলরঙে আঁকা লুকানো স্বপ্নশিশির।
একটু স্পর্শ,
টকটকে অভিমান, উপমাহীন কান্নার ঢেউ
জমে থাকা তরতাজা স্মৃতিঘেরা প্রভাত।
খুঁজে-ফেরে,
গোধুলী'র প্রান্তে দাঁড়িয়ে নিরব আলাপন
জবাবহীন চেতনায় সৃষ্টি হয় পাতালপুরী।
আঁধার পেড়িয়ে,
ডানা মেলে উড়ে আসে একঝাক শঙ্খচীল
শিশিরের প্রেমে ফিরে পায় মৃত্তিকার প্রাণ।
জলরঙে আঁকা লুকানো স্বপ্নশিশির।
একটু স্পর্শ,
টকটকে অভিমান, উপমাহীন কান্নার ঢেউ
জমে থাকা তরতাজা স্মৃতিঘেরা প্রভাত।
খুঁজে-ফেরে,
গোধুলী'র প্রান্তে দাঁড়িয়ে নিরব আলাপন
জবাবহীন চেতনায় সৃষ্টি হয় পাতালপুরী।
আঁধার পেড়িয়ে,
ডানা মেলে উড়ে আসে একঝাক শঙ্খচীল
শিশিরের প্রেমে ফিরে পায় মৃত্তিকার প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২২/০২/২০১৮চমৎকার লিখেছেন
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭মনোমুগ্ধকর
-
সাঁঝের তারা ২২/০৪/২০১৭সুন্দর।
-
মধু মঙ্গল সিনহা ২২/০৪/২০১৭ভালো।