www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি এখনো ঘুমিয়ে

আমি ঘুমিয়ে পড়েছি;
হাজার বছর থেকে লালিত প্রেম নিষ্পেষিত করে দিচ্ছে
পুঁজি করা সমস্ত নিঃশ্বাস অচল পয়সা,
আমি এখনো ঘুমিয়ে!
-
সংজ্ঞার বেড়াজালে আবদ্ধ;
বিষাদ কন্ঠে গাওয়া উপমার গানটি স্বপ্নে এসে কড়া নাড়ে,
নির্ঘুম রাতের সন্ধান করতে থাকে,
আমি এখনো ঘুমিয়ে!
-
অনুভব করতে থাকি;
জ্ঞানের অগ্নিঝড়া অলংকার হয়ে হানা দেয় ঠিক এখানে,
সমুদ্রের ঢেউয়ের তালে দোল খায় ধ্রুবতারা,
আমি এখনো ঘুমিয়ে!
-
খুঁজতে থাকি ভোর;
আকাশটা জানালা খুলে দেয় আমার শূণ্যতা ভেবে
শিরায় শিরায় বার্ধক্যের আহ্বান পড়ে যায়,
আমি এখনো ঘুমিয়ে!
-
আঁধার পেড়িয়ে আসে;
ভোরের আলো মুক্তির চাঁদর জড়িয়ে আসে ঝাউবনের কোল ঘেঁষে
উঁকি দেয় জানালার ওপাশ থেকে, ছুঁয়ে দেয় সমস্ত দহন,
আমি এখনো ঘুমিয়ে!:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৯/১২/২০১৬
    খুব বেশি ভাল লাগে এই কবিতাটা প্রিয় কবি।
  • পরশ ৩০/১০/২০১৬
    সেরাম
  • অঙ্কুর মজুমদার ২৯/১০/২০১৬
    vlo
  • বেশ।
  • বেশ ভাল
 
Quantcast