www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু একটা ছবি আঁকতে চাই

অপলক দেখেছি দুটি আঁখি;
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই
স্বজাগ দৃষ্টিতে চেয়ে ছিল তার চাহনি।
-
সকরুন চিত্তে, একটু মনুষ্যত্ব আর স্বার্থ বিছানো
হালকা রক্ত লেপ্টে দেবো চোখের কোণে
শুধু একটা, একটা ছবি আঁকতে চাই।
-
আমি আঁকতে চাই তার সারা দেহ;
যার প্রতিটি পরতে পরতে মিশে আছে বিষের ছ’টা,
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই।
-
আমি আঁকতে চাই তার নগ্নতার প্রতিচ্ছবি;
অজান্তেই যেখানে ডুবেছিল হাজার লোকের স্বপ্ন,
ভোরের সূর্য দেখতে পায়নি কেউ।
-
আঁকতে চাই তার রাত্রিযাপনের মূর্তি;
স্নেহের পরশ বুলানো মৃতের খোলস এখনো বিদ্যমান
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ছবি আঁকতে চাই সেই তোমার
  • ‌‌''খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই'' দারুণ কাব্যিক ....
  • নাইম আহম্মেদ ২৬/১০/২০১৬
    ভাবনার অন্তপুরে...
    আঁকতে চাই তারে...
  • পরশ ২৬/১০/২০১৬
    জাক্কাস
  • রাবেয়া মৌসুমী ২৬/১০/২০১৬
    েবশ সুন্দর।
  • ফাহিম খান ২৬/১০/২০১৬
    লেপ্তে হবে না লেপ্টে হবে?
    পুরো দিক বিবেচনা করলে সত্যিই ভালো লেগেছে
 
Quantcast