শুধু একটা ছবি আঁকতে চাই
অপলক দেখেছি দুটি আঁখি;
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই
স্বজাগ দৃষ্টিতে চেয়ে ছিল তার চাহনি।
-
সকরুন চিত্তে, একটু মনুষ্যত্ব আর স্বার্থ বিছানো
হালকা রক্ত লেপ্টে দেবো চোখের কোণে
শুধু একটা, একটা ছবি আঁকতে চাই।
-
আমি আঁকতে চাই তার সারা দেহ;
যার প্রতিটি পরতে পরতে মিশে আছে বিষের ছ’টা,
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই।
-
আমি আঁকতে চাই তার নগ্নতার প্রতিচ্ছবি;
অজান্তেই যেখানে ডুবেছিল হাজার লোকের স্বপ্ন,
ভোরের সূর্য দেখতে পায়নি কেউ।
-
আঁকতে চাই তার রাত্রিযাপনের মূর্তি;
স্নেহের পরশ বুলানো মৃতের খোলস এখনো বিদ্যমান
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই।
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই
স্বজাগ দৃষ্টিতে চেয়ে ছিল তার চাহনি।
-
সকরুন চিত্তে, একটু মনুষ্যত্ব আর স্বার্থ বিছানো
হালকা রক্ত লেপ্টে দেবো চোখের কোণে
শুধু একটা, একটা ছবি আঁকতে চাই।
-
আমি আঁকতে চাই তার সারা দেহ;
যার প্রতিটি পরতে পরতে মিশে আছে বিষের ছ’টা,
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই।
-
আমি আঁকতে চাই তার নগ্নতার প্রতিচ্ছবি;
অজান্তেই যেখানে ডুবেছিল হাজার লোকের স্বপ্ন,
ভোরের সূর্য দেখতে পায়নি কেউ।
-
আঁকতে চাই তার রাত্রিযাপনের মূর্তি;
স্নেহের পরশ বুলানো মৃতের খোলস এখনো বিদ্যমান
খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১০/২০১৬ছবি আঁকতে চাই সেই তোমার
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/১০/২০১৬''খুলে দে শত বন্ধন, আমি একটা ছবি আঁকতে চাই'' দারুণ কাব্যিক ....
-
নাইম আহম্মেদ ২৬/১০/২০১৬ভাবনার অন্তপুরে...
আঁকতে চাই তারে... -
পরশ ২৬/১০/২০১৬জাক্কাস
-
রাবেয়া মৌসুমী ২৬/১০/২০১৬েবশ সুন্দর।
-
ফাহিম খান ২৬/১০/২০১৬লেপ্তে হবে না লেপ্টে হবে?
পুরো দিক বিবেচনা করলে সত্যিই ভালো লেগেছে