www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এ কোন স্বাধীন দেশ

স্বাধীন দেশের পতাকা উড়িয়ে
গেয়ে যাই কত গান,
তবু্ও কেন এতো তান্ডব
আগুনের লেলিহান?
একে অপরকে করে হত্যা
পায়-যে কত সুখ,
এদের কখন হবে যে বিচার
দেখবে শত মুখ।
স্বাধীন বাংলা পেয়েও তবু
রইলাম পরাধীন,
নেতার বেশে পাশে এসে
বাজাই নীতির বীণ।
এ কোন খেলায় মত্ত সবাই
বন্দি জীবন নিয়ে,
স্বাধীন দেশটা চলবে কি এমনি
দুখের বন্যা বয়ে?

#########################
আবু সাহেদ সরকার
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
মোবাইল-০১৭১৯০২৩৭৮০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জসিম উদ্দিন জয় ১৮/০৭/২০১৬
    ঠিক বলেছেন । কবিতাটি বাস্তবতার কথা তুলে ধরেছেন।
  • নিরঝরা ১১/০৬/২০১৫
    বাস্তব প্রতিচ্ছবি.অসাধারণ
  • ভাল... বারবার মনে হয় সমাজের অবক্ষয়ের ব্যাথা সৃষ্টিশীল সত্তায় ভীষণ ব্যাথা দিয়ে যাচ্ছে দেশ-স্থান-কাল নির্বিশেষে।
  • আবিদ আল আহসান ২৯/০৫/২০১৫
    Nicee
  • সুন্দর মুক্ত মনা লেখা
 
Quantcast