অসহায় আমি
শূণ্য মরুর বুকে, খুঁজে ফিরি শুধুই একা
নির্বাক আমি তোমায় ভেবে,
অসহায় চিত্তে কেঁদে ফেলি মনে
দেখা হবে, হবেই হবে।
নিজের সাথে অবরোধ করি
তুলে প্রলয়, বৃষ্টি, ঝড়,
কেহ না জানুক, শুধু আমিই জানি
তুমি নও, নওকো আমার পর।
বৈশাখী স্মৃতি যাবে কি মুছে
যাবে কি গো পর হয়ে,
আশার মহল গড়েছিলে কেন
নীরবে গেছি সব সয়ে।
****************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নির্বাক আমি তোমায় ভেবে,
অসহায় চিত্তে কেঁদে ফেলি মনে
দেখা হবে, হবেই হবে।
নিজের সাথে অবরোধ করি
তুলে প্রলয়, বৃষ্টি, ঝড়,
কেহ না জানুক, শুধু আমিই জানি
তুমি নও, নওকো আমার পর।
বৈশাখী স্মৃতি যাবে কি মুছে
যাবে কি গো পর হয়ে,
আশার মহল গড়েছিলে কেন
নীরবে গেছি সব সয়ে।
****************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ০৩/০৮/২০১৫দারুন লাগল
-
অ ২৭/০১/২০১৫হুম ।
বেশ ভালো হয়েছে ।
শুভেচ্ছা রইল । -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫শুধু জানলেই হবে না জানাতে হবে। ভালো লাগলো।
-
আবিদ আল আহসান ২৭/০১/২০১৫অনেক সুন্দর
-
রক্তিম ২৭/০১/২০১৫বেশ হয়েছে।
-
সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫আরো একটু সর্তক হওয়া ভালো বলে মনে করি সো ফাইন