মনুষ্যটা ধ্বংস হয়েছে
আশার প্রদীপ জ্বলছে মনে
জ্বলছে নিবু নিবু,
বিক্রি করছি প্রত্যয়টুকু
ফিরবে কি তা কভু?
মনুষ্যটা ধ্বংস করে
দিলাম বিপদপানে,
অসদুপায়ে কামাইছি ধন
হৃদয় মন্দিরই জানে।
ফেরার পথে পা বাড়াতেই
কেঁপে উঠছে বুক,
থুবরে পড়ার ভয়টা থাকেই
জুটবে হয়তো সুখ।
-------------------------(সংক্ষেপ)
***************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
জেলা পাঠকচক্র বিষয়ক সম্পাদক, দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ, গাইবান্ধা।
জ্বলছে নিবু নিবু,
বিক্রি করছি প্রত্যয়টুকু
ফিরবে কি তা কভু?
মনুষ্যটা ধ্বংস করে
দিলাম বিপদপানে,
অসদুপায়ে কামাইছি ধন
হৃদয় মন্দিরই জানে।
ফেরার পথে পা বাড়াতেই
কেঁপে উঠছে বুক,
থুবরে পড়ার ভয়টা থাকেই
জুটবে হয়তো সুখ।
-------------------------(সংক্ষেপ)
***************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
জেলা পাঠকচক্র বিষয়ক সম্পাদক, দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাফি বিন শাহাদৎ ১৯/০১/২০১৫ভাল লিখেছেন কবি
-
নাজমুল আহসান ১৮/০১/২০১৫ভাল লেখেছেন , ধন্যবাদ
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫akek anek valo @ thanks
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০১/২০১৫অনেক ভালো লাগলো। টাকা বা ধন সম্পদ দিয়ে আর যাই হোক সুখ ...........না।
-
পিয়ালী দত্ত ১৬/০১/২০১৫খুব ভাল
-
অ ১৬/০১/২০১৫সুন্দর হয়েছে ।
মনুষ্যত্ব বিকিয়ে সব কিছু পাওয়া গেলেও মানসিক শান্তি পাওয়া যায় না । -
অগ্নিপক্ষ ১৬/০১/২০১৫কিপ রাইটিং।
-
স্বপন রোজারিও(১) ১৬/০১/২০১৫বিবেক ধ্বংস করে কিছু করা সঠিক নয়।
-
আবু সাহেদ সরকার ১৬/০১/২০১৫আশাকরি সবার ভালো লাগবে। ভালো লাগলে পরের কবিতাগুলো লিখতে পারবো ইনশাআল্লাহ।
-
... ১৬/০১/২০১৫সুন্দর ছড়া-কবিতা।
ভালো থাকুন কবি।