www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যতনে রাখিবো তাহারে

রত্ন আমার চোখের সামনে
হাসিয়া বেড়ায় যথা,
যতনে রাখিতে পারিলামনা তাহারে
নীরবে সহিলাম ব্যাথা।

দেখেছিলাম তাহারে পল্লী দেশে
খেলিছে রংয়ের খেলা,
উপছে পড়িছে রূপের ছ-টা
কাটাইতেছে সারা বেলা।

নির্জনে ভাবি তাহার লাগি
যাতনাতে থাকি নিত্য,
হা হা করে হৃদয় কুটিরে
বুঝিনা তাহার স্বার্থ।

রাখিবো কেমনে মনের কোনে
সর্বদা তাহারে ধরি,
দিতাম তাহারে ধন-রতন সব
মনের মত করি।

***************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা, বাংলাদেশ।
নির্বাহী সহ-সম্পাদক, পল্লীকথা ম্যাগাজিন, গাইবান্ধা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফিরোজ মানিক ২২/০১/২০১৫
    আপনার পাতায় আমন্ত্রণের জন্য ধন্যবাদ, সেই সাথে আমার কবিতায় মতামতের জন্যও। সাধু ভাষায় কবিতা পাঠে চমৎকার লাগলো, সাধু ভাষার আরো একবার সাধুবাদ।
  • ১২/০১/২০১৫
    চমৎকার হয়েছে ।
    ফেরার জন্য শুভেচ্ছা ।
 
Quantcast