নকলের ফাঁদ
চাঁপাবাজের ধমক খেয়ে
করলে শাসন বন্ধ,
ফাঁস করলে প্রশ্নসকল
ভাবলেনা ভালো-মন্দ।
পরিস্থিতির শিকার হয়ে
হাতে নিলে মুক্তির স্বাদ,
রক্ষা পেলোনা দেশ থেকে
নকলের মত অপরাধ।
জাতির চিন্তা থাকলে তোমার
হাতে নিতে না নকল,
ঠেলে দিতে না হুমকির মুখে
ঢেলে দিতে না পেট্রোল।
সন্তানকে তুমি শিক্ষা ছাড়া
হাতে দিয়েছো ভাগ্য,
চিন্তা কভু করলে না তুমি
নিজেই সাজলে অজ্ঞ।
***********************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
করলে শাসন বন্ধ,
ফাঁস করলে প্রশ্নসকল
ভাবলেনা ভালো-মন্দ।
পরিস্থিতির শিকার হয়ে
হাতে নিলে মুক্তির স্বাদ,
রক্ষা পেলোনা দেশ থেকে
নকলের মত অপরাধ।
জাতির চিন্তা থাকলে তোমার
হাতে নিতে না নকল,
ঠেলে দিতে না হুমকির মুখে
ঢেলে দিতে না পেট্রোল।
সন্তানকে তুমি শিক্ষা ছাড়া
হাতে দিয়েছো ভাগ্য,
চিন্তা কভু করলে না তুমি
নিজেই সাজলে অজ্ঞ।
***********************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক,
পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এমএসবি নাজনীন লাকী ২৬/১২/২০১৪সময়োপযোগী প্রকাশ!!
-
অ ২২/১২/২০১৪সুন্দর লেখা ।
-
তুহিনা সীমা ২২/১২/২০১৪এই বিষয়টি সত্যি অনেক খারাপ। সকলেরই অনেক বেশি সচেতনতা দরকার। ভালো থাকবেন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪সত্যি আপনার কবিতার প্রশংসা করতে হয়। এতে করে যদি আমাদের নাদান সমাজের একটু হলে পরিবর্তন হয়।
-
নাবিক ২২/১২/২০১৪চমত্কার কবিতা। শুভেচ্ছা রইলো।