ভেবেছো কি কখনো
ভেবেছো কি কখনো...
মুক্তিযুদ্ধ কবে হয়েছে
এবং কত সালে?
হায়েনাদের বন্দুকের নল
নিরীহ বাঙালিদের উপর ছিল?
ভেবেছো কি কখনো...
রক্তে লাল হয়েছিলো বাংলার মাটি
বারুদের ধোঁয়া ছিলো চারিদিকে?
ভেবেছো কি কখনো...
নিজের মাতৃ ভূমিকে নিয়ে?
যেখানে শায়িত আছে কত মা হারা সন্তান।
জনম দুঃখিকে ছেড়ে তারা আবার ফিরে পেয়েছে
মায়ের আঁচলের বন্ধন।
ভেবেছো কি কখনো...
এসেছে সেই ডিসেম্বর
যখন বিজয়ের আহ্বান শুনেছিলাম
বিতারিত হয়েছে পাকিস্তানীর হিংস্র দল।
ভেবেছো কি কখনো...
আবার হতে পারে সেই ৭১-র যুদ্ধ
যখন নিজের বাবাকেও দলের গৌরবে
মারতে দ্বিধা করছে না।
ভেবেছো কি কখনো...
সময় আর বেশি দিন নেই তোমার
ঘরে ঘরে আন্দোলন শুরু হবে
তৈরী থেকো সেই দিনের অপেক্ষায়।
মুক্তিযুদ্ধ কবে হয়েছে
এবং কত সালে?
হায়েনাদের বন্দুকের নল
নিরীহ বাঙালিদের উপর ছিল?
ভেবেছো কি কখনো...
রক্তে লাল হয়েছিলো বাংলার মাটি
বারুদের ধোঁয়া ছিলো চারিদিকে?
ভেবেছো কি কখনো...
নিজের মাতৃ ভূমিকে নিয়ে?
যেখানে শায়িত আছে কত মা হারা সন্তান।
জনম দুঃখিকে ছেড়ে তারা আবার ফিরে পেয়েছে
মায়ের আঁচলের বন্ধন।
ভেবেছো কি কখনো...
এসেছে সেই ডিসেম্বর
যখন বিজয়ের আহ্বান শুনেছিলাম
বিতারিত হয়েছে পাকিস্তানীর হিংস্র দল।
ভেবেছো কি কখনো...
আবার হতে পারে সেই ৭১-র যুদ্ধ
যখন নিজের বাবাকেও দলের গৌরবে
মারতে দ্বিধা করছে না।
ভেবেছো কি কখনো...
সময় আর বেশি দিন নেই তোমার
ঘরে ঘরে আন্দোলন শুরু হবে
তৈরী থেকো সেই দিনের অপেক্ষায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১২/২০১৪শেষ করেন..................................
-
আবিদ আল আহসান ১২/১২/২০১৪সুন্দর
-
অ ১১/১২/২০১৪সুন্দর হয়েছে ।
ভালো থাকবেন । -
রক্তিম ১১/১২/২০১৪অদ্ভুত ভাবে নিজের ভেতর থাকা আগুন যেন উস্কে দিল ।