তুমি কি ভাবো
তুমি কি ভাবো...
কবে ভূবণে এসেছো?
একা, শুধুই একাকি।
তুমি কি ভাবো...
তোমাকে কে সৃষ্টি করেছে?
একা, শুধুই একাকি।
তুমি কি ভাবো...
তোমাকে কি করতে হবে?
একা, শুধুই একাকি।
তুমি কি ভাবো...
শৈশব, কৈশোর ও যৌবনকে নিয়ে?
একা, শুধুই একাকি।
তুমি কি ভাবো...
কেউ সাথী হবে একদিন, তোমার জীবনে?
একা, শুধুই একাকি।
তুমি কি ভাবো...
মরণ দাড়িয়ে আছে তোমার সামনে?
একা, শুধুই একাকি।
***************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ২১/০১/২০১৫দারুন কবি...।।
-
তুহিনা সীমা ০৩/১২/২০১৪এখন ভাববো.........................
-
মোঃ আবদুল করিম ৩০/১১/২০১৪আমরা না ভাবলে ও অনেক কিছু ভাবনায় চলে আসে ভালো লেখনি
-
অ ২৯/১১/২০১৪বেশ ভালো ।
-
আবু ছায়েম ২৯/১১/২০১৪সুন্দর কথা
-
পার্থ সাহা ২৯/১১/২০১৪v lo
-
অনিরুদ্ধ বুলবুল ২৯/১১/২০১৪মরণ যে সামনে দাঁড়িয়ে - এই শাশ্বত সত্যটা আমরা কেউ ভাবি না, ভাবতে চাই না। সুন্দর বলেছেন।
সান্ধ্য শুভেচ্ছা কবি -