অভিনয়ের স্বীকার
দীর্ঘ্য পথ, একাকার হয়ে আছে সমতল ভূমি
মাঝখানে আমি অভিনয়ের স্বীকার
বিশ্লেষণের ভাষা হারিয়েছি বটে,
নিকটতম হয়েও পায়নি তোমায় ধারে।
ফুরিয়ে গেল আগামীর ফসল
দুর্নীতির কারাজালে,
প্রজন্ম হারিয়ে ইতিহাস লিখি
শুধু তোমায় ভেবে ভেবে।
*************************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
মাঝখানে আমি অভিনয়ের স্বীকার
বিশ্লেষণের ভাষা হারিয়েছি বটে,
নিকটতম হয়েও পায়নি তোমায় ধারে।
ফুরিয়ে গেল আগামীর ফসল
দুর্নীতির কারাজালে,
প্রজন্ম হারিয়ে ইতিহাস লিখি
শুধু তোমায় ভেবে ভেবে।
*************************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুহিনা সীমা ০৮/১২/২০১৪খুব সুন্দর হয়েছে আপনার লেখাটি। ভালো লাগলো।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৩/১১/২০১৪গভীরতা আছে লেখায় ৷ ভালো লাগলো ৷
-
রেনেসাঁ সাহা ২৩/১১/২০১৪দারূণ লাগল। বিশেশত শেষ দুই লাইন অসাধারণ।
-
মোঃ আবদুল করিম ১৩/১১/২০১৪খুবই ভালো হয়েছে
-
আবু সাহেদ সরকার ০৩/১১/২০১৪ভালো লাগলে মন্তব্য করুন।