তুমি কে
আমি বাতাসে ভর করে যেতে শিখেছি
আমি আকাশে উড়তে শিখেছি
পলকের আওতায় তোমার ছায়ার আভাস
মাঝে মধ্যে দেখি আর দেখি, নয়ন জুড়িয়ে যায়।
চোখের কোণে কালচে দাগ পড়েছে
ফুলের ন্যায় শুকিয়ে যাওয়ার ভাব
তোমার দৃষ্টিতে মেখে আছে, করুণ দৃশ্য।
ভ্রমের আহ্বান জানিয়েছো মনে মনে
শিখবে কি তা থেকে?
বসন্তের সময় পার হবে তাতে।
ফিরে ফিরে দেখবে বসন্ত তোমাকে
আর বলবে তুমি কে?
.................................সংক্ষেপিত।
আমি আকাশে উড়তে শিখেছি
পলকের আওতায় তোমার ছায়ার আভাস
মাঝে মধ্যে দেখি আর দেখি, নয়ন জুড়িয়ে যায়।
চোখের কোণে কালচে দাগ পড়েছে
ফুলের ন্যায় শুকিয়ে যাওয়ার ভাব
তোমার দৃষ্টিতে মেখে আছে, করুণ দৃশ্য।
ভ্রমের আহ্বান জানিয়েছো মনে মনে
শিখবে কি তা থেকে?
বসন্তের সময় পার হবে তাতে।
ফিরে ফিরে দেখবে বসন্ত তোমাকে
আর বলবে তুমি কে?
.................................সংক্ষেপিত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/১০/২০১৪বাহ বেশ রোমান্টিক....।
-
শিমুদা ২৯/১০/২০১৪দারুন কবি। খুব ভাল লাগল।
-
পিয়ালী দত্ত ২৮/১০/২০১৪ভাল লাগল
-
অনিরুদ্ধ বুলবুল ২৮/১০/২০১৪ভালই লিখেছেন তবে সংক্ষেপ না করে পুরো কবিতাটা দিলে হয়তো একটা কনক্রিট টেক্সট পাওয়া যেতো। বানানের ভূত - মঝে>মাঝে, করুন>করুণ
-
তপন দাস ২৮/১০/২০১৪খুব ভাল লাগলো।