www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পানিকে আর্সেনিক মুক্ত করতে এবার সিগারেটের ছাই


পানিতে আর্সেনিকের সমস্যা সমাধানে এবার কার্যকরী হতে পারে সিগারেটের ছাই। গবেষণায় উঠে এল এমনই তথ্য৷ বৃহস্পতিবার একটি জার্নালে প্রকাশিত হল চিনা বিজ্ঞানীদের এই অভূতপূর্ব আবিষ্কার।

চিনের একদল গবেষক জানিয়েছেন, আর্সেনিক মোকাবিলায় উপযুক্ত হতে পারে সিগারেটের ক্ষতিকারক ছাই। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর জিয়াক্সিং লি ও তার সহকর্মীরা এব্যাপারে বিশদ পরীক্ষা-নিরীক্ষা চালান। তাদের উদ্ভুত আবিষ্কার সম্প্রতি আমেরিকার কেমিক্যাল সোসাইটির জার্নাল ইন্ডাস্ট্রিয়াল ও ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি রিসার্চ নামক একটি গবেষণায় প্রকাশিত হয়েছে৷

'সিগারেটের ক্ষতিকারক ছাই' ব্যবহারের পদ্ধতিটি খুবই সহজ, স্বল্প ব্যয় সম্পন্ন এবং এর একটি মাত্র ধাপ রয়েছে। গবেষকরা এজন্য প্রথমে সিগারেটের ছাইয়ের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইডের আবরণ বা মিশ্রণ তৈরি করেছেন। তারপর আর্সেনিক যুক্ত ভূগর্ভস্থ পানিতে এই মিশ্রণ দিয়ে পরীক্ষা করেছেন৷ পরীক্ষা করে লক্ষ্য করেছেন, পানিতে এই ক্ষতিকারক রাসায়নিকের পরিমাণ ৯৬ শতাংশের বেশি হ্রাস পেয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’-র নির্ধারিত মাত্রার চেয়েও কম বলে জানা গেছে৷

গবেষকরা বলেছেন, বিশ্বের সর্বত্রই সিগারেট খাওয়ার লোকের অভাব নেই। তাই সিগারেটের ছাই সংগ্রহ করা এমন কিছু কঠিন বা ব্যয়বহুল কাজও নয়। কাজেই সিগারেটের ছাই পানিতে মিশ্রিত আর্সেনিকের ভয়াবহ সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷

উল্লেখ্য, এর আগে বিজ্ঞানীরা কলার খোসা, কুঁড়োর সাহায্যে আর্সেনিক মোকাবিলা করার প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু এগুলির কার্যকারিতা বা প্রভাব খুব বেশি নয়।

**************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অবশ্যই ভালো লাগলো তথ্য গুলো জানতে পেরে।
  • আবু সাহেদ সরকার ২৪/১০/২০১৪
    ভালো লাগলে অবশ্যই মন্তব্যে লিখবেন।
 
Quantcast