খ্যাতি
অনন্তকালের যাতনাতে আজ
হয়েছি-যে স্বনির্ভর,
অন্বেষণের উন্মাদ হয়ে
ঘোচাবো সব আঁধার।
স্বর্গের চিত্র প্রতিচ্ছবি করে
জাগাবো সবার অন্তরে,
ধর্মের আরাধনা করবো নিজে
কাঁদবো প্রভুর ঘরে।
রাজ্যটাকে করবো উজ্জল
হাতে নিয়ে লক্ষ্য,
প্রদীপ শিখা জ্বালাবো মনে
এটাই-যে মোর স্বাক্ষ্য।
ভাবুক মোনা করবো মোরা
গড়বো যে সু-জাতি,
অনুপ্রাণিত করবো বিশ্বটাকে
বয়ে আনবো খ্যাতি।
*********************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
গ্রাফিক্স ডিজাইনার, এসসিটিসি, নরসিংদী।
হয়েছি-যে স্বনির্ভর,
অন্বেষণের উন্মাদ হয়ে
ঘোচাবো সব আঁধার।
স্বর্গের চিত্র প্রতিচ্ছবি করে
জাগাবো সবার অন্তরে,
ধর্মের আরাধনা করবো নিজে
কাঁদবো প্রভুর ঘরে।
রাজ্যটাকে করবো উজ্জল
হাতে নিয়ে লক্ষ্য,
প্রদীপ শিখা জ্বালাবো মনে
এটাই-যে মোর স্বাক্ষ্য।
ভাবুক মোনা করবো মোরা
গড়বো যে সু-জাতি,
অনুপ্রাণিত করবো বিশ্বটাকে
বয়ে আনবো খ্যাতি।
*********************************
আবু সাহেদ সরকার
পাঠকচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
গ্রাফিক্স ডিজাইনার, এসসিটিসি, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৩/১১/২০১৪এক কথায় খুবই ভালো
-
মোহাম্মদ তারেক ১৮/১০/২০১৪সুন্দর লাগল লেখাটা..
-
স্বপন শর্মা ০২/১০/২০১৪মুগ্ধতা রেখে গেলাম কবি,
.... -
মনিরুজ্জামান শুভ্র ০১/১০/২০১৪বাহ ...। বেশ লাগলো ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০১/১০/২০১৪ভাল লাগল।
-
সহিদুল হক ০১/১০/২০১৪ভাল ভাবনা।
-
কৌশিক আজাদ প্রণয় ০১/১০/২০১৪প্রগতিশীলতার গতিময় আবাহনী সুর পেলাম আপনার কবিতায়। এগিয়ে যান কবি
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১০/২০১৪সুন্দর চিন্তা। কিপ ইট আপ।