www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গাড়ি হবে আবেগ অনুভূতির সঙ্গী



ভবিষ্যতে গাড়িও হবে মানুষের আবেগ অনুভূতির সঙ্গী। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা এমনই এক গাড়ির ধারণা দিয়েছে। তারা টয়োটা এফভি-২ নামের এমন একটি গাড়ির ধারণা দেন যেটি এর চালকের বিভিন্ন আবেগ অনুভূতি বুঝতে পারবে।

টয়োটা এফভি-২ কনসেপ্ট গাড়িটি হবে তিন চাকা ও এক সিট বিশিষ্ট। এটি চালকের গলার স্বরের ভঙ্গি শুনে ও মুখভঙ্গি দেখে তার আবেগ সম্পর্কে বুঝতে পারবে। চালকের মেজাজ-মর্জি অনুসারে এটি বিশেষ উইন্ডস্ক্রিনে উপযুক্ত রঙ প্রদর্শন করবে।

মজার ব্যাপার হচ্ছে, এতে কোনো স্টিয়ারিং হুইল থাকছে না। এমনকি থাকছে না কোনো ব্রেকও। কেবলমাত্র শারীরিক অঙ্গভঙ্গি করেই নিয়ন্ত্রণ করা যাবে গাড়িটি। যেমন, সামনে এগুতে চাইলে চালককে সামনের দিকে খানিকটা ঝুঁকতে হবে। পেছনে যেতে চাইলে পেছনদিকে ঝুঁকতে হবে। একইভাবে ডানে কিংবা বামে যেতে চাইলেও সেদিকে শরীর ঝুঁকিয়ে নিতে হবে।

টয়োটা কর্তৃপক্ষ বলছে এটি চালকের সঙ্গে যান্ত্রিক সম্পর্কের পাশাপাশি মানসিক সম্পর্কের সূচনা করবে। তাদের প্রত্যাশা এটি গাড়ি প্রেমীদের ড্রাইভিংয়ের ক্ষেত্রে এক অনন্য মাত্রা যোগ করবে। সূত্র: ওয়েবসাইট

************************************
আবু সাহেদ সরকার
নির্বাহী সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast