নিভৃত সবুজ-র মোড়ক উন্মোচন
২০১২ সালে সু-প্রতিষ্ঠিত একটি সাহিত্য সংগঠন-বোনারপাড়া লেখক চক্র (গাইবান্ধা)।
এবারের ২য় সংখ্যা (নিভৃত সবুজ) উত্তরবঙ্গ সহ দেশের সকল পাঠকের মনকে নাড়া দিয়েছে।
তাই ১লা জুন/২০১৪ইং একটি সাহিত্য ম্যাগাজিন (নিভৃত সবুজ) ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন-অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের যুগ্ম মহাসচিব আসলাম প্রধান, বিখ্যাত কবি/সম্পাদক সরোজ দেব (বাংলাদেশ+ভারত), আরও উপস্থিত থাকেন-উপদেষ্টা অধ্যক্ষ আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ এ.এইচ.এম সিরাজুল ইসলাম, লেখক চক্রের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।
এ সংখ্যায় যা থাকছে-
১। অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের যুগ্ম মহাসচিব-র বাণী।
২। লেখক চক্রের সম্মানিত সভাপতি/সম্পাদক সাহেবের বাণী।
৩। লেখক চক্রের সম্মানিত প্রধান উপদেষ্টা সাহেবের মত বিনিময় ও কবিতা।
৪। লেখক চক্রের সম্পাদনা পরিষদ/কার্যকরী কমিটির সদস্যদের বাছাইকৃত ক-টি কবিতা।
৫। লেখক চক্রের সম্পাদনা পরিষদ/কার্যকরী কমিটির সদস্যদের বাছাইকৃত ক-টি ছোট গল্প/উপন্যাস।
৬। লেখক চক্রের সম্মানিত সেক্রেটারী সাহেবের মত বিনিময় ও কবিতা।
৭। পূর্বে প্রকাশিত লেখক চক্রের সদস্যদের বইয়ের বিজ্ঞাপন।
৮। লেখক চক্রের সার্বিক সহযোগিদের বিজ্ঞাপন।
সৌজন্যে-
আবু সাহেদ সরকার
কার্যকরী কমিটির সদস্য, বোনারপাড়া লেখক চক্র, গাইবান্ধা।
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
এবারের ২য় সংখ্যা (নিভৃত সবুজ) উত্তরবঙ্গ সহ দেশের সকল পাঠকের মনকে নাড়া দিয়েছে।
তাই ১লা জুন/২০১৪ইং একটি সাহিত্য ম্যাগাজিন (নিভৃত সবুজ) ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন-অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের যুগ্ম মহাসচিব আসলাম প্রধান, বিখ্যাত কবি/সম্পাদক সরোজ দেব (বাংলাদেশ+ভারত), আরও উপস্থিত থাকেন-উপদেষ্টা অধ্যক্ষ আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ এ.এইচ.এম সিরাজুল ইসলাম, লেখক চক্রের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।
এ সংখ্যায় যা থাকছে-
১। অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের যুগ্ম মহাসচিব-র বাণী।
২। লেখক চক্রের সম্মানিত সভাপতি/সম্পাদক সাহেবের বাণী।
৩। লেখক চক্রের সম্মানিত প্রধান উপদেষ্টা সাহেবের মত বিনিময় ও কবিতা।
৪। লেখক চক্রের সম্পাদনা পরিষদ/কার্যকরী কমিটির সদস্যদের বাছাইকৃত ক-টি কবিতা।
৫। লেখক চক্রের সম্পাদনা পরিষদ/কার্যকরী কমিটির সদস্যদের বাছাইকৃত ক-টি ছোট গল্প/উপন্যাস।
৬। লেখক চক্রের সম্মানিত সেক্রেটারী সাহেবের মত বিনিময় ও কবিতা।
৭। পূর্বে প্রকাশিত লেখক চক্রের সদস্যদের বইয়ের বিজ্ঞাপন।
৮। লেখক চক্রের সার্বিক সহযোগিদের বিজ্ঞাপন।
সৌজন্যে-
আবু সাহেদ সরকার
কার্যকরী কমিটির সদস্য, বোনারপাড়া লেখক চক্র, গাইবান্ধা।
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০৯/২০১৪সৈাজন্য কপি হয় না?
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/০৯/২০১৪বেশ ভাল খবর।
-
আবু সাহেদ সরকার ২৭/০৯/২০১৪আজই সংগ্রহ করুন।