www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিভৃত সবুজ-র মোড়ক উন্মোচন

২০১২ সালে সু-প্রতিষ্ঠিত একটি সাহিত্য সংগঠন-বোনারপাড়া লেখক চক্র (গাইবান্ধা)।
এবারের ২য় সংখ্যা (নিভৃত সবুজ) উত্তরবঙ্গ সহ দেশের সকল পাঠকের মনকে নাড়া দিয়েছে।
তাই ১লা জুন/২০১৪ইং একটি সাহিত্য ম্যাগাজিন (নিভৃত সবুজ) ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন-অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের যুগ্ম মহাসচিব আসলাম প্রধান, বিখ্যাত কবি/সম্পাদক সরোজ দেব (বাংলাদেশ+ভারত), আরও উপস্থিত থাকেন-উপদেষ্টা অধ্যক্ষ আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ এ.এইচ.এম সিরাজুল ইসলাম, লেখক চক্রের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।

এ সংখ্যায় যা থাকছে-
১। অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের যুগ্ম মহাসচিব-র বাণী।
২। লেখক চক্রের সম্মানিত সভাপতি/সম্পাদক সাহেবের বাণী।
৩। লেখক চক্রের সম্মানিত প্রধান উপদেষ্টা সাহেবের মত বিনিময় ও কবিতা।
৪। লেখক চক্রের সম্পাদনা পরিষদ/কার্যকরী কমিটির সদস্যদের বাছাইকৃত ক-টি কবিতা।
৫। লেখক চক্রের সম্পাদনা পরিষদ/কার্যকরী কমিটির সদস্যদের বাছাইকৃত ক-টি ছোট গল্প/উপন্যাস।
৬। লেখক চক্রের সম্মানিত সেক্রেটারী সাহেবের মত বিনিময় ও কবিতা।
৭। পূর্বে প্রকাশিত লেখক চক্রের সদস্যদের বইয়ের বিজ্ঞাপন।
৮। লেখক চক্রের সার্বিক সহযোগিদের বিজ্ঞাপন।

সৌজন্যে-
আবু সাহেদ সরকার
কার্যকরী কমিটির সদস্য, বোনারপাড়া লেখক চক্র, গাইবান্ধা।
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ৮২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সৈাজন্য কপি হয় না?
  • বেশ ভাল খবর।
  • আবু সাহেদ সরকার ২৭/০৯/২০১৪
    আজই সংগ্রহ করুন।
 
Quantcast