www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছদ্মনামে ফেসবুক চালালে জব্দ একাউন্ট


এখন থেকে আর ইচ্ছামত ফেসবুকের প্রোফাইল নাম দিতে পারবেন না সামাজিক যোগাযোগ সাইটটির ব্যবহারকারীরা। ফেইসবুকের পছন্দ অনুযায়ীই আপনাকে প্রোফাইল নাম বেছে নিতে হবে। ফেসবুকের এই নীতির কারণে ভালোই ঝামেলায় পড়ছেন সাইটটির ব্যবহারকারীরা। এদেরই একজন হচ্ছেন জুবায়ের জুয়েল। এইটি ছিল তার পারিবারিক ও ফেসবুকের প্রোফাইল নাম।

কিন্তু হঠাৎ একদিন ফেসবুক তাকে বার্তা পাঠায়, জুবায়ের জুয়েল নামটিকে ভুয়া মনে করছেন ফেসবুক কতৃপক্ষ। তাই নামটি বদলাতে হবে। হতাশ জুবায়ের জুয়েল নিজের নাম বদলাতে বাধ্য হলেন। এবার ফেসবুককে বোঝাতে নিজের নাম নিলেন জেভিয়ার জুয়েল। এবার ফেসবুক সন্তুষ্ট হলো। এইভাবে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের নাম নিয়ে ভালো জটিলতার মুখোমুখি হচ্ছেন।

যারা ফেইসবুকের চাহিদা অনুসারে নাম দিচ্ছেন না, এরই মধ্যে তাদের প্রোফাইলগুলো সমায়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এখন কেবল ফেসবুকের চাহিদা অনুসারে ব্যক্তি তার ‘আসল নামটি’ দিলেই নিজের প্রোফাইলে প্রবেশ করতে পারছেন। আর এ নিয়ে রীতিমত সমস্যায় আছেন নানান প্রকৃতির ফেইসবুক ব্যবহারকারীরাও।

কারণ কিছুদিন আগেও ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশ ছদ্ম নামে, ভুয়া নামে বা তাদের আসল নামের সাথে মিল নেই এমন নামে ফেসবুক ব্যবহার করছিলেন। এসব নামে ফেসবুকে লগ ইন করতে গেলে ওয়েবসাইটির কর্তৃপক্ষ পর্যায়ক্রমে ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠাতে শুরু করেছে। সতর্কবার্তায় লেখা হচ্ছে, ‘আপনার ফেসবুক একাউন্টটি সাময়িকভাবে মুলতবি করা হয়েছে। কারণ আপনি আপনার আসল নাম ব্যবহার করছেন না। আর ফেসবুক এমন একটি কমিউনিটি যেখানে মানুষ তাদের আসল পরিচয় ব্যবহার করে। আমরা চাই সবাই তাদের পুরো নাম ব্যবহার করুক। সুতরাং আপনি জানেন আপনি কোন নামে ফেসবুকে সংযুক্ত হচ্ছেন। চিন্তা করবেন না আপনি শীঘ্রই আপনার আসল নাম এবং পুরো নাম নিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে ফিরতে পারবেন। যদি আপনি আপনার ডাকনাম ব্যবহার করে থাকেন তবে আসল নাম ব্যবহার করে ফিরে আসুন ফেসবুকে’।

এ প্রসঙ্গে ফেসবুকের একজন প্রতিনিধি জনপ্রিয় পত্রিকা হাফিংটন পোস্টকে জানান, যদি কেউ ফেসবুকে ভিন্ন নাম ব্যবহার করতে চায় তাদের হাতে বিভিন্ন সুযোগ আছে। যেমন তাদের ফেসবুক প্রোফাইল নামের সাথে ছদ্ম নামটি জুড়ে দেওয়া যেতে পারে। অথবা নিজেদের অপরিচিত নামটি দিয়ে বিশেষ ফেইজবুক পেজ খুলেও নিজেদের ভিন্ন নামটি ফেসবুকে ব্যবহার করা যেতে পারে।

*************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নির্বাহী সহ-সম্পাদক-মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২১/০৯/২০১৪
    আমি আসল নামের পক্ষে। কেউ ছদ্মনাম ব্যবহার করলেও প্রফাইলের 'অপশনাল নেইম' এ আসল নামটি দেয়া উচিত। এই আসল নামটিও ফেইসবুকের অনেক অনাকাঙ্খিত ব্যবহার রোধ করতে সক্ষম।
  • কি বিপদরে ভাই। হঠাৎ এই বুদ্ধি যে আবার কে দিলো? নাম নিয়ে এত ঝামেলা করার কি দরকার?
  • এম মিজান রহমান ২০/০৯/২০১৪
    ধন্যবাদ ।বার্তাটি জানানোর জন্য...
  • তুহিন ফেরদৌস ১৯/০৯/২০১৪
    খবরটি জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
  • তাইবুল ইসলাম ১৯/০৯/২০১৪
    এটা একটা রোগ ছাড়া কিছুই না
    শুভকামনা থাকল আপনার প্রতি
  • ১৯/০৯/২০১৪
    হায়রে ফেসবুক আর কত খেলা খেলবি আমাদের নিয়ে ।
    নতুন কিছু জানলাম । ধন্যবাদ ।
 
Quantcast