কয়লা দিয়ে রূপচর্চা
সৌন্দর্যচর্চায় প্রাচীনতম একটি গোপন উপাদানের আবারও চল শুরু হয়েছে। কাঠকয়লা । চুলা থেকে এবার মুখের ‘ফেসিয়াল’ হিসেবে ব্যবহার শুরু হচ্ছে কয়লার।
এমনিতেই কয়লার বহু গুণের কথা সবারই জানা। এবার সৌন্দর্যচর্চাতেও এর ব্যবহার শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
কয়লা প্রসঙ্গে বেটসি এলিসা ইনকরপোরেশনের মেকআপ বিশেষজ্ঞ এলিসা ট্যালেরিকো বলেন, ‘কয়লার ব্যবহার শতাব্দীপ্রাচীন। প্রথম দিকে মেকআপ হিসেবে চোখের লাইনার ও কালোজামের সঙ্গে মিশিয়ে ঠোঁটে কয়লা ব্যবহৃত হতো।’
এলিসা দাবি করেন, ‘সৌন্দর্যচর্চায় কয়লা সাশ্রয়ীও বটে। স্বাস্থ্যসচেতন অনেকেই এখন সৌন্দর্যচর্চার উপাদান হিসেবে কয়লা বেছে নিচ্ছেন। চোখের পাশে বিষাক্ত রাসায়নিক এখন আর কেউ চান না।’
তিনি বলেন, কয়লাগুঁড়োর সঙ্গে নারকেল তেল বা পানি মিশিয়ে তিনি চোখের লাইনার ও শ্যাডো তৈরি করেন। কিন্তু এখন শুধু চোখের সৌন্দর্যের বাইরেও কয়লার ব্যবহার শুরু হয়েছে।
ইদানীং বেশ কিছু সৌন্দর্যবিষয়ক ব্লগে ঝকঝকে দাঁতের জন্যও কয়লা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। তবে কয়লার ভিন্ন ব্যবহারের দিক থেকে এগিয়ে গেছে নিউইয়র্ক সিটির লিং স্পা। লিং স্পার দাবি, তাদের কাছে ২৬০ মার্কিন ডলার খরচ করে দেড় ঘণ্টার কয়লা স্পা সবচেয়ে বেশি জনপ্রিয়। লিং স্পার মালিক লিং চ্যান দাবি করেন, ত্বক থেকে অন্যান্য উপাদানের তুলনায় কয়লা ২০০ থেকে ৩০০ গুণ দ্রুত টক্সিন শুষে নিতে পারে। এটা অনেকটাই তাৎক্ষণিক ফেসওয়াসের মতো।
কয়লার এই ফেসিয়াল ত্বককে প্রাণবন্ত করে বলেই দাবি করেন লিং স্পা সংশ্লিষ্টরা।
বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক ছোট-বড় অনেক প্রতিষ্ঠানই এখন সৌন্দর্যচর্চার পণ্যগুলোতে কাঠকয়লা ব্যবহার করছে।
*************************************
আবু সাহেদ সরকার
নির্বাহী সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৫/২০১৮বেশ!
-
আসাদুজ্জামান নূর ২১/১০/২০১৪GREAT............
-
মোঃইস্রাফিল হোসেন ১৯/১০/২০১৪জানার কোন শেষ নেই
ধন্যবাদ । -
সোমদত্তা মৈত্র ২৮/০৯/২০১৪জানতাম না ভালো লাগলো জেনে
-
রুমা চৌধুরী ১৬/০৯/২০১৪ভাল লাগল পড়ে। নতুন তথ্য।
শুভেচ্ছা রইল। -
অ ১৫/০৯/২০১৪ধন্যবাদ ।
নতুন কিছু জানতে পারলাম ।