www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুরুষদের স্তন ক্যান্সার


পুরুষদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা কম থাকলেও বর্তমানে এর প্রকোপ দিন দিন বাড়ছে। কিন্তু পুরুষদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাবে বহুক্ষেত্রে এই ক্যান্সার প্রাণঘাতী হয়ে উঠছে। পুরুষদের বুকের দেয়ালে স্তনবৃন্তের ঠিক নিচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলোর অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে পুরুষদের মধ্যে স্তন ক্যান্সার দেখা দেয়।
স্তন ক্যান্সার সাধারণ অবস্থায় মহিলাদের মধ্যে দেখা গেলেও পুরুষদের মধ্যে বিরল নয়। ২০১০ সালে পৃথিবী জুড়ে পুরুষদের মধ্যে মোট ১ হাজার ৯৭০টি স্তন ক্যান্সারের ঘটনা প্রকাশ্যে আসে। তার মধ্যে ৩৯০জন এই ক্যান্সারে প্রাণ হারান।

পুরুষদের স্তন ক্যান্সারের লক্ষণ:
১) একটি ব্যাথাহীন পিণ্ড তৈরি হয় স্তনকলার মধ্যে।
২) যে চামড়া স্তনকে ঢেকে রাখে তার পরিবর্তন দেখা যায়। চামড়া লাল হয়ে যায়, কুঁচকে যায়, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হয়।
৩) স্তনবৃন্তের রঙের পরিবর্তন হয়। লালচে হয়ে যায় বা ভেতরের দিকে ঢুকে যায়।
৪) স্তনবৃন্ত থেকে রস ক্ষরণ হয়।

রোগ নির্ণয় পদ্ধতি:
আল্ট্রাসাউন্ড ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তনক্যান্সারের নির্ণয় করা হয়। বায়োপসির সঙ্গেই করা ইস্ট্রোজেন ও প্রজেস্টেরোন হরমোনের পরীক্ষা। করা হয় প্রোটিন পরীক্ষাও।

চিকিৎসা:
শল্যচিকিৎসাই পুরুষদের স্তন ক্যান্সারের মূল চিকিৎসা। এর মাধ্যমে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে যে পিণ্ড (টিউমার) তৈরি হয় তাকে বাদ দেয়া হয়। এছাড়াও রেডিয়েশন থেরাপি চলে। এর মাধ্যমে এক্সরে জাতীয় উচ্চ শক্তির রশ্মি দিয়ে ক্যান্সার কোষ গুলো মেরে ফেলা হয়। চলে কেমোথেরাপি, যার দ্বারা ইঞ্জেকশনের মাধ্যমে নির্দিষ্ট ওষুধ দিয়ে ক্যান্সার কোষ গুলো মেরে ফেলা হয়। এছাড়াও পুরুষদের স্তন ক্যান্সার নিরাময়ের জন্য ব্যাপকভাবে চলে হরমোন থেরাপি।

*****************************************
আবু সাহেদ সরকার
নির্বাহী সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
সাধারণ সম্পাদক-পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার-তসাস থিয়েটার, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ১০০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পুরুষদের ও হয়।
    • আবু সাহেদ সরকার ১৬/০৯/২০১৪
      কোন দেশে বাস করেন কবি? ক্যান্সার শরীরের যে কোন জায়গায় বাসা বাঁধে।
      • পুরুষের স্তনে হবে কিভাবে বুকে হতে পারে। বা অন্য জায়গায়।
        • আবু সাহেদ সরকার ১৮/০৯/২০১৪
          এ ব্যাপারে ডাক্তার ভালো জানেন। জানতে পারেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
  • খুব ভাল লাগল সচেতনতার এ পোস্টটি পড়ে।
    ভাল থাকুন।
  • ১৪/০৯/২০১৪
    ভালো লাগল খবরটি ।
  • তাইবুল ইসলাম ১৪/০৯/২০১৪
    আপনার লেখাটি খুবই তথ্যসমৃদ্ধ এবং প্রায় প্রতিটি মানুষেরই জানা দরকার
    ভাল থাকবেন
  • আবু সাহেদ সরকার ১৪/০৯/২০১৪
    সতর্ক থাকুন ধন্যবাদ।
 
Quantcast